কালো ধোঁয়ায় ঢেকেছে আনন্দপুর! গুলশন কলোনিতে রঙের গুদামে বিধ্বংসী আগুন, আতঙ্ক ছড়াল ঘন জনবসতিপূর্ণ এলাকায়

শহরের অন্যতম ঘন জনবসতিপূর্ণ এলাকা আনন্দপুরের গুলশন কলোনি। সেখানেই ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। জানা যাচ্ছে, বৃহস্পতিবার দুপুরে কলোনির একটি বাড়ির নীচের তলায় থাকা রঙের গুদাম থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে, যার ফলে চারিদিক ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়।

আগুনের তীব্রতা এত বেশি ছিল যে তা পাশের একটি নির্মীয়মাণ বহুতলেও ছড়িয়ে পড়েছে বলে খবর। যে বাড়িতে আগুন লেগেছে, সেটি ঝলসে কালো হয়ে গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, দোতলার বাড়িটি থেকে বাসিন্দাদের দ্রুত ও নিরাপদে নামিয়ে আনা সম্ভব হয়েছে।

এই এলাকা অত্যন্ত ঘনবসতিপূর্ণ হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কায় স্থানীয়দের মধ্যে প্রবল আতঙ্ক সৃষ্টি হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন। তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর নেই।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy