টি-২০ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে দূরে থাকতে চাইছেন না ভারতীয় দলের তারকা ওপেনার রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের মাঝেই তিনি জানিয়ে দিয়েছেন, আসন্ন সৈয়দ মুশতাক আলি ট্রফির নকআউট পর্বে মুম্বইয়ের জার্সি গায়ে মাঠে নামতে আগ্রহী তিনি। এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব আগামী ১২ থেকে ১৮ ডিসেম্বর ইন্দোরে অনুষ্ঠিত হবে।
রোহিতের এই সিদ্ধান্ত মুম্বই দলকে শুধু শক্তিশালীই করবে না, বরং তরুণ ক্রিকেটারদের মধ্যেও তৈরি করবে বাড়তি উদ্দীপনা। বর্তমানে আন্তর্জাতিক ওয়ানডে সিরিজে ব্যস্ত থাকা সত্ত্বেও ঘরোয়া ক্রিকেটে খেলার প্রতি অধিনায়কের এই আগ্রহই সবচেয়ে বড় বার্তা। মুম্বই দল ইতিমধ্যেই লিগ পর্বে দুর্দান্ত ফর্মে রয়েছে। পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতে জয় পেয়ে তারা গ্রুপ-এ-র শীর্ষে অবস্থান করছে এবং নকআউটে তাদের জায়গা প্রায় নিশ্চিত। এই অবস্থায় ‘হিটম্যান’-কে পাওয়া মানে দলের আত্মবিশ্বাস আকাশ ছুঁবে।
মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন (MCA) নিশ্চিত করেছে যে রোহিত নিজেই নকআউটের ম্যাচগুলিতে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। ক্রিকেট মহল মনে করছে, রোহিত এই সিদ্ধান্তের মাধ্যমে বোর্ডের (BCCI) জারি করা নির্দেশিকাকেই গুরুত্ব দিচ্ছেন। সেই নির্দেশিকায় বলা হয়েছিল, ভারতীয় ক্রিকেটাররা জাতীয় দায়িত্বে না থাকলে বা চোট থেকে সেরে উঠলে ঘরোয়া ক্রিকেটে অংশ নিতে বাধ্য থাকবেন।
উল্লেখ্য, গত ৭ মে রোহিত শর্মা ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে লাল বলের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেন। এর আগে ওয়েস্ট ইন্ডিজে টি-২০ বিশ্বকাপ জয়ের পর তিনি টি-২০ ফর্ম্যাট থেকেও অবসর নেন। বর্তমানে তিনি শুধুমাত্র ওয়ানডে ফর্ম্যাটেই ভারতের হয়ে মাঠে নামছেন। ঘরোয়া ক্রিকেটে তাঁর ফেরার এই সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেটে এক ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করল বলে মনে করা হচ্ছে।