ফের এক স্বর্ণ ব্যবসায়ীকে মারধর ও লুটপাটের চেষ্টার অভিযোগ উঠল হাওড়ার উলুবেড়িয়া থানা এলাকার পূর্ব কালীনগর এলাকায়। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ এই ঘটনা ঘটে। উলুবেড়িয়ার কাজিয়াখালি রাঙামাটি এলাকায় সোনার দোকান রয়েছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী অশোক দে-র।
পুলিশ জানিয়েছে, দোকান বন্ধ করে বাইকে চালিয়ে গঙ্গারামপুরের বাড়িতে ফিরছিলেন অশোক দে। হুগলি নদীর বাঁধের রাস্তা দিয়ে যাওয়ার সময় মোটরবাইক আরোহী দুই দুষ্কৃতী তাঁর পথ আটকায়।
-
হামলার ধরন: দুষ্কৃতীদের মধ্যে একজন একটি বাঁশ দিয়ে সরাসরি অশোক দে-র বাঁ হাতে আঘাত করে।
-
আঘাত ও ক্ষয়ক্ষতি: আঘাতের তীব্রতায় অশোক বাইক-সহ উল্টে পড়ে যান। এরপরেই দুই দুষ্কৃতী পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে নিয়ে যান। পরীক্ষা করে দেখা যায়, আক্রমণের ফলে অশোকের বাঁ হাত ভেঙে গিয়েছে।
-
ব্যবসায়ীর বক্তব্য: আতঙ্কিত অশোক দে জানান, ঠান্ডার কারণে তিনি আজকাল কয়েকদিন ধরে আগে দোকান বন্ধ করছিলেন।
পুলিশের তদন্ত ও পূর্বের ঘটনার যোগসূত্র
এই ঘটনায় উলুবেড়িয়া পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ খতিয়ে দেখছে কে বা কারা এই হামলা চালিয়েছে।
প্রসঙ্গত, দিন কয়েক আগেই উলুবেড়িয়ার ফুলেশ্বরের এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে নগদ টাকা ও গয়না ভর্তি ব্যাগ ছিনতাইয়ের অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় একজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবারের এই নতুন হামলার সঙ্গে পূর্বের ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, পুলিশ তা নিবিড়ভাবে তদন্ত করছে।