আন্তর্জাতিক চাপ ও মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটাই তাঁর প্রথম ভারত সফর। ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন পুতিন। এই সফর শুধু পুরনো বন্ধুত্ব ঝালিয়ে নেওয়ার জন্য নয়, বরং নিষেধাজ্ঞা এড়িয়ে নিঃশ্বাস নেওয়ার নতুন পথ খুঁজবে মস্কো।
নয়াদিল্লির জন্য এই সফর ‘ট্র্যাপিজের খেলা’র (Trapeze Act) মতো। একদিকে আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে তেল কেনার জেরে ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ ট্যারিফ চাপিয়েছেন, অন্যদিকে ইউক্রেন নিয়ে গোটা ইউরোপ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করছে। এই পরিস্থিতিতে সার, জ্বালানি এবং প্রতিরক্ষা খাতে রাশিয়ার সঙ্গে ভারসাম্য বজায় রেখে চলা মোদী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ।
আজকের শীর্ষ বৈঠকে প্রতিরক্ষা, জ্বালানি, লজিস্টিকস এবং পেমেন্ট মেকানিজম নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।
১. প্রতিরক্ষা: S-400 ও অত্যাধুনিক যুদ্ধবিমান
-
S-400 ডিফেন্স সিস্টেম: এই সফরে S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের ডেলিভারি নিয়ে চূড়ান্ত আলোচনা হবে। অপারেশন সিঁদুরে এর কার্যকারিতা দেখে নতুন অর্ডার দিয়েছে ভারত, সেই ডেলিভারি কবে হবে, তা চূড়ান্ত হবে।
-
নেক্সট জেনারেশন যুদ্ধবিমান: নেক্সট জেনারেশনের Su-57 যুদ্ধবিমান নিয়েও আলোচনা হতে পারে। রুশ মুখপাত্র দিমিত্রি পেসকভ অতিরিক্ত S-400 নিয়ে আলোচনাকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন।
২. RELOS চুক্তি: ঐতিহাসিক অনুমোদন
চলতি বছরের ফেব্রুয়ারিতে সই হওয়া ‘রিসিপ্রোক্যাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক সাপোর্ট (RELOS)’ চুক্তিটি রাশিয়ার নিম্নকক্ষ দুমায় অনুমোদন পেয়েছে।
-
সুবিধা: এই চুক্তির ফলে রাশিয়ার যুদ্ধজাহাজ, বিমান ও সেনা প্রয়োজনে ভারতের মাটিতে নামতে পারবে। একইভাবে ভারতের সশস্ত্র বাহিনীও রাশিয়ায় একই সুবিধা পাবে। যৌথ সামরিক মহড়া, প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ ও উদ্ধারকাজে এই লজিস্টিক সাপোর্ট কাজে আসবে।
৩. জ্বালানি ও পারমাণবিক সহযোগিতা
কম দামে রাশিয়া থেকে তেল কেনার জেরে আমেরিকা ট্যারিফ চাপানো ছাড়াও অতিরিক্ত নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে। ট্রাম্প স্পষ্ট নির্দেশ দিয়েছেন, ডিসেম্বরের মধ্যে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে হবে। যদিও সূত্র মারফত জানা যাচ্ছে, ভারত ইতিমধ্যেই তেলের কেনা কমিয়েছে। পেসকভ বলেছেন, দুই দেশের লাভ হয় এমন সিদ্ধান্তই নেওয়া হবে। পারমাণবিক খাতেও কুদানকুলাম প্রকল্প সহ ক্ষুদ্র ও মডুলার রিয়্যাক্টরের মতো একাধিক প্রকল্পে রাশিয়া ভারতের সঙ্গে কাজ করছে।
৪. ব্যবসা ও পেমেন্ট সিস্টেম
ভারত-রাশিয়া ব্যবসায়ী ফোরামে রুশ বাজারে ভারতীয় রপ্তানি বৃদ্ধি, কৃষি, ইঞ্জিনিয়ারিং ও পরিষেবা খাতে সহযোগিতা নিয়ে আলোচনা হবে। এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পেমেন্ট কাঠামো:
-
ডলার এড়ানো: ডলারের বাইরে রুপি, দিরহাম ও ইউয়ানে লেনদেন বাড়ানোর জন্য একটি কার্যকর পেমেন্ট মেকানিজম তৈরি নিয়ে আলোচনা হবে।
-
SPFS ও RuPay: রাশিয়ার SPFS সিস্টেমকে ভারতের RuPay নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা নিয়েও বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে।