রাজ্যে ‘এসআইআর’ (Systematic Irregularities Report)-এর মতো বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই বুধবার দিল্লি উড়ে যান বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক করার পাশাপাশি জাতীয় নির্বাচন কমিশনেও একাধিক অভিযোগ জানান।
শাহর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক:
জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহই রাজ্যের বিরোধী দলনেতাকে ডেকে পাঠিয়েছিলেন। সংসদে শাহর অফিসে প্রায় মিনিট ২৫ তাঁদের মধ্যে রুদ্ধদ্বার বৈঠক হয়। যদিও বৈঠক শেষে শুভেন্দু অধিকারী আলোচনার বিষয়বস্তু নিয়ে প্রকাশ্যে কিছু বলতে রাজি হননি, তবে সূত্রের খবর, রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েই শাহর সঙ্গে কথা হয়েছে তাঁর।
কমিশনে বিস্ফোরক অভিযোগ:
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে শুভেন্দু অধিকারী সরাসরি নির্বাচন কমিশনের দফতরে যান এবং নির্বাচন কমিশনার বিবেক জোশীর সঙ্গে দেখা করেন। দলের নির্দেশে তিনি কমিশনে একাধিক অভিযোগ জানান বলে জানান।
কমিশন দফতর থেকে বেরিয়ে শুভেন্দু বলেন, “২৬, ২৭ ও ২৮ নভেম্বর বিএলও-দের কাছ থেকে ওটিপি নিয়ে যেভাবে ১ কোটি ২৫ লক্ষ নাম ডিজিটাইজড করা হয়েছে, সেটা অত্যন্ত আশঙ্কাজনক গতিবিধি।” তিনি অভিযোগ করেন, অনেক বাংলাদেশি অনুপ্রবেশকারীর বাবার নাম, মায়ের নাম পাল্টে দিয়ে এটা করা হয়েছে এবং এই কার্যকলাপ একাধিক মুসলিম অধ্যুষিত এলাকায় দেখা যাবে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘এসআইআর’-কে ‘অমিত শাহর চালাকি’ বলার প্রেক্ষাপটে শুভেন্দুর এই দিল্লি-যাত্রা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।