খগেন মুর্মুর উপর হামলার ঘটনায় খোঁজ নিলেন মোদী, ২০২৬ বিধানসভা নির্বাচন নিয়ে বাংলার সাংসদদের সঙ্গে বৈঠক

পশ্চিমবঙ্গের রাজনীতি ও আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এবার সরাসরি ময়দানে নামলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫ তারিখে সংসদের প্রধানমন্ত্রীর দফতরে পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন তিনি।

সূত্রের খবর, বৈঠকটি শুরু হয় সকাল সাড়ে ১০টা থেকে এবং সেখানে দুটি প্রধান বিষয় নিয়ে আলোচনা হয়—

  1. খগেন মুর্মুর উপর হামলা: প্রধানমন্ত্রী সরাসরি মালদহের সাংসদ খগেন মুর্মুর উপর হওয়া হামলার বিষয়ে জানতে চান। কারা এবং কীভাবে এই হামলা চালিয়েছিল, সে বিষয়ে বিস্তারিত খোঁজ নেন তিনি।

  2. ২০২৬ বিধানসভা স্ট্র্যাটেজি: বৈঠকে বাংলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের রণকৌশল নিয়েও বিস্তারিত আলোচনা হয়। বিধানসভা নির্বাচনের আগে থেকেই সাংগঠনিক ঘুঁটি সাজানো শুরু করেছে বিজেপি।

এই বৈঠকে দুই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর সহ মোট ১২ জন বিজেপি সাংসদ উপস্থিত ছিলেন। তবে শারীরিক অসুস্থতার কারণে জলপাইগুড়ির বিধায়ক জয়ন্ত রায় এবং অনন্ত মহারাজ উপস্থিত ছিলেন না বলে খবর। প্রধানমন্ত্রীর দফতরে বাংলার সাংসদদের নিয়ে এই বৈঠক নিঃসন্দেহে ২০২৬ নির্বাচনের আগে বিজেপি-র গুরুত্ব আরোপের ইঙ্গিত বহন করছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy