শপথবাক্য পাঠ করতে গিয়ে রীতিমতো হিমশিম খাওয়ার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর বিহারের রাজনীতিতে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। বুধবার বিহার বিধানসভায় নীতীশ কুমারের সংযুক্ত জনতা দল (JDU)-এর নবনির্বাচিত বিধায়ক বিভাদেবী হিন্দিতে লেখা শপথবাক্য পড়তে গিয়ে বারবার হোঁচট খান। একসময় হাল ছেড়ে দিয়ে তিনি পাশে বসা অপর বিধায়ক মনোরমা দেবীকে শপথবাক্য পড়ে দিতে বলেন। তাঁর সাহায্যেই শেষ পর্যন্ত শপথ নেন নওয়াদা থেকে বিপুল ভোটে জয়ী হওয়া বিভাদেবী।
শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন:
এই ভিডিও সামনে আসতেই নেটদুনিয়ায় তীব্র বিতর্ক শুরু হয়েছে। নেটিজেনরা প্রশ্ন তুলেছেন—যেখানে পিওনের চাকরিতেও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ, সেখানে সাংসদ-বিধায়কদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কেন মাপকাঠি হবে না? অনেকেই দাবি জানিয়েছেন, এবার অন্তত সংসদ এবং বিধানসভায় প্রবেশের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বেঁধে দেওয়া হোক।
নেতার দাপট ও সম্পত্তি:
উল্লেখ্য, বিভাদেবীর এই জয়ের পিছনে প্রধান কৃতিত্ব তাঁর স্বামী রাজবল্লভ যাদবকে দেওয়া হয়। রাজবল্লভ যাদব বিহারের প্রাক্তন বিধায়ক এবং স্থানীয় রাজনীতিতে ‘বাহুবলী’ হিসেবে পরিচিত। যদিও তিনি এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন, তবে এ বছর অগাস্টে পটনা হাইকোর্ট থেকে মুক্তি পান।
এদিকে, নির্বাচনী হলফনামা অনুসারে বিধায়ক বিভাদেবী মোট ৩১ কোটি টাকার সম্পত্তির মালিক। তাঁর বার্ষিক আয় ১.১ কোটি টাকা এবং মাথার উপর ঋণ রয়েছে ৫.২ কোটি টাকার। শিক্ষাগত যোগ্যতার কলামে তিনি অক্ষরজ্ঞান (Literate) থাকার কথা উল্লেখ করেছেন।