‘আমার চেয়ে বেশি সুন্দর দেখতে’—শুধুমাত্র এই ঈর্ষার বশে নিজের ছেলে সহ চার শিশুকে জলে চুবিয়ে শ্বাসরোধ করে খুন করার অভিযোগে এক মধ্যবয়সি মহিলাকে গ্রেফতার করেছে হরিয়ানা পুলিশ। পানিপথের পুলিশ বুধবার এই চাঞ্চল্যকর খুনের কিনারা করে। পুলিশের কাছে জেরায় ওই মহিলা চার খুনের কথা স্বীকার করেছেন।
পুলিশ জানিয়েছে, ওই মহিলা মূলত সেই মেয়েদেরই খুনের জন্য বেছে নিত, যাদের সৌন্দর্য নিয়ে সমাজে আলোচনা হতো অথবা যাদের সে নিজের চেয়ে বেশি সুন্দর মনে করত। এই খুনের ঘটনাগুলি বিশ্বাসযোগ্য করে তোলার জন্য সে নিজের ছেলেকেও হত্যা করতে দ্বিধা করেনি।
পুলিশের দাবি অনুযায়ী, খুনের শিকার চারজনই তার আত্মীয়ের সন্তান এবং নিজের ছেলে। ঘটনাগুলির বিবরণ দিতে গিয়ে পুলিশ জানায়, অভিযুক্ত মহিলা ২০২৩ সালে সোনিপতের বোহাড় গ্রামে তার জায়ের মেয়েকে প্রথমে খুন করে। এরপর পুলিশের সন্দেহ এড়াতে নিজের ছেলেকেও জলের চৌবাচ্চায় ডুবিয়ে হত্যা করে। সম্প্রতি, সে তার বাপেরবাড়ি পানিপথের নওলঠা গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যায়। সেখানে সে তার ভাগনি বিধি-কেও একইভাবে জলে চুবিয়ে খুন করে।
প্রতিটি শিশুর মৃত্যু হয়েছে অস্বাভাবিকভাবে অগভীর জলে। একটি ক্ষেত্রে মাত্র এক ফুট গভীর জলেই শিশু ডুবে গিয়েছিল, যা থেকেই পুলিশের সন্দেহ নিশ্চিত হয়। কারণ, শিশুটির উচ্চতা জলের গভীরতার চেয়ে বেশি ছিল। শেষ খুনের পর মাত্র ৩৬ ঘণ্টার মধ্যে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে রহস্যের কিনারা করে। পুলিশের দাবি, খুনের পর মহিলা যথারীতি আনন্দ-উৎসবে মেতে উঠেছিল, যা প্রতিবেশীদের কাছে আরও ভয়ঙ্কর লাগছে।