‘বাংলাকে দখল করার খুব লোভ!’ মালদহের গাজলে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়, SIR নিয়ে সরাসরি অমিত শাহকে নিশানা

মালদহের গাজলে এক জনসভা থেকে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি বিজেপি নেতৃত্ব এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে দাবি করেন, পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক সরকারকে ফেলে দেওয়ার জন্য ‘চালাকি করে’ ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধনের (SIR) প্রক্রিয়া শুরু করা হয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বাংলাকে দখল করার খুব লোভ! ভোটে লড়ে গণতান্ত্রিক উপায়ে দখল কর। চালাকি করে তিন মাস আগে SIR করছে।” তিনি বিজেপিকে তীব্র চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, “SIR না হলে ভোট হবে না, সরকার ফেলে দাও!”

মুখ্যমন্ত্রী এই সম্পূর্ণ প্রক্রিয়াটিকে “অমিত শাহের ছক” বলে অভিহিত করেন। তিনি স্পষ্ট জানান, কেন্দ্রীয় সরকার এবং বিজেপি এই ধরনের কৌশল করে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে। তবে তিনি রাজ্যের সাধারণ মানুষকে আশ্বস্ত করে বলেন, “SIR নিয়ে ভয় পাবেন না, আমি আছি।” এই কড়া বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত লোকসভা নির্বাচনের আগে রাজ্যের রাজনৈতিক পারদ আরও চড়িয়ে দিলেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy