মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে বুধবার মালদার সভা থেকে চরম বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি দাবি করেন, ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে ভারতে চলে আসা হিন্দুদের নাম যাতে ভোটার তালিকায় না থাকে, তার জন্য মুখ্যমন্ত্রী উত্তর ২৪ পরগনার জেলাশাসককে নির্দেশ দিয়েছেন।
শুভেন্দু অধিকারীর অভিযোগ:
“উত্তর 24 পরগনার জেলাশাসককে তিনি নির্দেশ দিয়েছেন, বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে এদেশে আসা হিন্দুদের নাম যেন ভোটার তালিকায় না ওঠে। আমার কাছে তার প্রমাণ রয়েছে। বৈঠকে থাকা প্রত্যেকে সেকথা শুনেছেন। এই হলেন আমাদের মুখ্যমন্ত্রী।”
ভিডিও কনফারেন্সে শুভেন্দুর প্রসঙ্গ:
শুভেন্দু অধিকারী দাবি করেন, মুখ্যমন্ত্রী মঙ্গলবার বিকেল সাড়ে ৪টা থেকে ৫টা ৩৬ মিনিট পর্যন্ত মুখ্যসচিবকে নিয়ে সমস্ত জেলাশাসক, মহকুমাশাসক ও বিডিওদের সঙ্গে একটি ভিডিও কনফারেন্স করেছেন।
-
বিএসএফ প্রসঙ্গ: তিনি মুখ্যমন্ত্রীকে স্মরণ করিয়ে দেন যে, ধুলিয়ান ও সামশেরগঞ্জে বিএসএফ ও সিআরপিএফ তাঁর (শুভেন্দুর) আবেদনেই আদালতের নির্দেশে মোতায়েন করা হয়েছে।
-
ভোটার তালিকা: মৃত ভোটারদের নাম তালিকায় থাকা নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, “মৃত ভোটারদের নাম তালিকায়, এটাও উন্নয়নের পাঁচালির একটি অংশ।”
কেন্দ্রের টাকা নিয়ে পাল্টা আক্রমণ:
শুভেন্দু অধিকারী রাজ্যের শাসকদলকে কেন্দ্রীয় সরকারের দেওয়া টাকার খতিয়ান তুলে ধরে পাল্টা আক্রমণ করেন:
-
কেন্দ্রীয় অনুদান: মনমোহন সিংয়ের আমলে (২০০৪-২০১৪) কেন্দ্রীয় সরকার রাজ্যে ২ লাখ কোটি টাকা দিয়েছিল। সেখানে নরেন্দ্র মোদির সরকার (২০১৪-২০২৪) দিয়েছে ৮ লাখ কোটি টাকা।
-
মনরেগা: মনরেগা প্রকল্পে ২০১৪-২২ সাল পর্যন্ত মোদি সরকার দিয়েছে ৫৪ হাজার কোটি টাকা, যেখানে কংগ্রেস আমলে দেওয়া হয়েছিল মাত্র ১৪ হাজার ৫০০ কোটি টাকা।
-
আবাস যোজনা: প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৪০ লাখ বাড়ি তৈরির জন্য কেন্দ্র দিয়েছে ৩০ হাজার কোটি টাকা, যেখানে ইন্দিরা আবাস যোজনায় ছিল ৪,৬৪৪ কোটি টাকা।
এই খতিয়ান তুলে ধরে শুভেন্দু বলেন, “আর আপনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলছেন?”
শিল্প ও উন্নয়নে মমতাকে ‘কাঁটা’ আখ্যা:
বিরোধী দলনেতা অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী রাজ্যের উন্নয়ন এবং শিল্পে বাধা দিচ্ছেন। তিনি দাবি করেন, রাজ্যের ৮,২০০ স্কুল বন্ধ হয়েছে এবং মুখ্যমন্ত্রীর সাড়ে ১৪ বছরের জমানায় ৬,৮৮৮টি শিল্প বন্ধ হয়ে গিয়েছে।
-
কেন্দ্রীয় প্রকল্প: হাসিমারা, কলাইকুণ্ডা, কল্যাণী, বাগডোগরায় এয়ারপোর্ট এবং জোকা-এয়ারপোর্ট মেট্রোর জমি নিয়ে জটিলতা মুখ্যমন্ত্রী মেটাচ্ছেন না।
-
টাটার বিনিয়োগ: তিনি বলেন, টাটা গোষ্ঠী সাড়ে ১৪ বছরে বাংলায় এক টাকা বিনিয়োগ করেনি।
উত্তরবঙ্গকে বঞ্চনার অভিযোগ:
মালদায় দাঁড়িয়ে শুভেন্দু অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গকে বঞ্চনা করছেন, কারণ তিনি এই অঞ্চল থেকে ভোট পান না। ভাঙন রোধ, এইমস-এর জন্য জমি দেওয়া এবং মালদায় ফ্রুট প্রসেসিং ইউনিট গড়ার প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী পূরণ করেননি।
তিনি পরিযায়ী শ্রমিকদের নিয়ে বলেন, “মালদা থেকে প্রতিদিন অসংখ্য ছেলেমেয়ে অন্য রাজ্যে কাজে যেতে বাধ্য হচ্ছেন। আর যখন তাঁদের মৃতদেহ ফিরে আসে, আপনার মন্ত্রী-ডিএমরা দু’লাখ টাকার চেক আর ফুল নিয়ে তাঁদের বাড়িতে ছবি তুলতে যান।”