পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আবারও একটি বড় পরিবর্তন এনেছে। এবার পরীক্ষার নিয়ম বদল করে অতিরিক্ত শিট বা লুজ শিট (Loose Sheet) নেওয়া পুরোপুরি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পরিবর্তনের প্রধান কারণ হল মূল্যায়ন প্রক্রিয়ায় আরও বেশি স্বচ্ছতা নিশ্চিত করা।
কবে থেকে এই নিয়ম কার্যকর? এই নতুন নিয়মটি ২০২৬ সালের উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারে কার্যকর হবে। এতদিন পরীক্ষার্থীরা প্রয়োজনে অতিরিক্ত উত্তরপত্র বা লুজ শিট নিতে পারত। এখন থেকে সেই প্রথা আর থাকবে না।
বদলে কী পাবে পরীক্ষার্থীরা? অতিরিক্ত পাতা নেওয়ার প্রয়োজন দূর করতে সংসদ এবার পরীক্ষার খাতাতেই পর্যাপ্ত পৃষ্ঠা সরবরাহ করবে।
-
এবার থেকে পরীক্ষার্থীদের ১২ পাতার (দু’পিঠ মিলিয়ে মোট ২৪ পৃষ্ঠার) একটি মোটা উত্তরপত্র দেওয়া হবে।
-
পরীক্ষার্থীদের এই ২৪ পৃষ্ঠার মধ্যেই লেখা শেষ করতে হবে।
-
সংসদ জানিয়েছে, যেহেতু লিখিত পরীক্ষা ৩৫ বা ৪০ নম্বরের, তাই ২৪ পৃষ্ঠার বেশি উত্তরপত্রের প্রয়োজন হওয়ার কথা নয়।
চলতি বছর থেকেই উচ্চ মাধ্যমিকে সেমেস্টার পদ্ধতি চালু হয়েছে। চতুর্থ সেমিস্টারের উত্তরপত্রগুলি হবে সংক্ষিপ্ত ও বর্ণনামূলক। যে সব বিষয়ে প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে, সেখানে লিখিত পরীক্ষা হবে ৩৫ নম্বরের। অন্য বিষয়গুলির ক্ষেত্রে পরীক্ষা হবে ৪০ নম্বরের।