হলদিয়ায় চরম বিপত্তি! জনবসতি এলাকায় ক্রুড অয়েলের পাইপ লাইনে ফুটো, অপরিশোধিত তেল কুড়োতে হুড়োহুড়ি

হলদিয়ার জনবসতি এলাকায় আইওসির (IOC) ক্রুড অয়েল পাইপ লাইনে ফুটো হয়ে বড়সড় বিপত্তি। তেল গড়িয়ে পড়ায় সৃষ্টি হয়েছে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা। আতঙ্কের মধ্যেই স্থানীয় মানুষজন জলাভূমিতে গড়িয়ে পড়া অপরিশোধিত তেল ‘কুড়োতে’ হুড়োহুড়ি ফেলে দিয়েছেন।

মঙ্গলবার ঘটনাটি ঘটেছে হলদিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তেঁতুলবেড়িয়ায়। জানা গেছে, হলদিয়া পেট্রোকেম কারখানার পাশ দিয়েই ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOC)-এর অপরিশোধিত তেল সরবরাহের একটি পাইপ লাইন গেছে। সেই লাইনেই ফুটো হওয়ায় ক্রুড অয়েল গড়িয়ে নিকটবর্তী জলাভূমিতে পড়তে শুরু করে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় আইওসি কর্তৃপক্ষ এবং ভবানীপুর থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তড়িঘড়ি করে তেল গড়িয়ে পড়া গোটা এলাকা ঘিরে দেওয়া হয়েছে। ফুটো হয়ে যাওয়া পাইপ লাইন মেরামতের কাজ শুরু হয়েছে বলে জানা গেছে। তবে এই ঘটনায় জনবসতিপূর্ণ এলাকায় সাময়িক আতঙ্ক সৃষ্টি হয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy