বিরাট স্বস্তি টেলিকম সেক্টরে! বিনিয়োগকারীদের নজর ডিসেম্বরের দিকে, কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কী ইঙ্গিত দিলেন?

বছরের শেষে টেলিকম সেক্টরের জন্য এক বড়সড় স্বস্তির ইঙ্গিত দিয়েছে কেন্দ্র। অ্যাডজাস্টেড গ্রস রেভেনিউ (AGR) সংক্রান্ত বকেয়া থেকে মুক্তি পাওয়ার আশায় মঙ্গলবার (২ ডিসেম্বর) ভোডাফোন আইডিয়া (Vodafone Idea)-র শেয়ারের দাম এক ধাক্কায় প্রায় ৪ শতাংশ বেড়ে ১০ টাকা ৩২ পয়সায় পৌঁছে গিয়েছিল। বিনিয়োগকারীরা এখন কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত ঘোষণার দিকে তাকিয়ে।

কেন এই শেয়ার বৃদ্ধি? কেন্দ্রীয় মন্ত্রীর ইঙ্গিত:

সর্বভারতীয় এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এই দ্রুত বৃদ্ধির মূল কারণ। তিনি জানিয়েছেন, ভোডাফোন আইডিয়ার অ্যাডজাস্টেড গ্রস রেভেনিউ (AGR) সংক্রান্ত বকেয়ার বিষয়ে সুপ্রিম কোর্টের রায়ের আইনি সীমানা খতিয়ে দেখছে সরকার।

মন্ত্রীর ইঙ্গিত, ভোডাফোন আইডিয়ার কাছ থেকে আনুষ্ঠানিক অনুরোধ পেলেই সরকার পরবর্তী পদক্ষেপ নেবে। তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই মূল্যায়নের কাজ শেষ হতে পারে এবং বছর শেষ হওয়ার আগেই ভোডাফোন আইডিয়া বহু প্রতীক্ষিত স্বস্তি পেতে পারে।

ঋণের বোঝা ৭৮,৫০০ কোটি টাকা:

ভোডাফোন আইডিয়ার সিইও অভিজিৎ কিশোরের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানির এজিআর বকেয়ার পরিমাণ প্রায় ৭৮ হাজার ৫০০ কোটি টাকা। এই বিপুল অঙ্কের বকেয়া পুনর্বিবেচনার জন্য গত ২৭ অক্টোবর সুপ্রিম কোর্ট সরকারকে অনুমতি দিয়েছে, যা ভোডাফোনের কাছে বড় স্বস্তির কারণ।

এজিআর থেকে মুক্তি পাওয়ার আশায় গত তিন মাসে ভোডাফোন আইডিয়ার শেয়ারের মূল্য ৫৭ শতাংশ বেড়েছে। বর্তমানে এই বৃহৎ-ক্যাপ কোম্পানির বাজার মূলধন (Market Cap) ১ লক্ষ ১০ হাজার ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে। এখন সবার নজর ডিসেম্বরের শেষ দিকে, কেন্দ্রীয় সরকার শেষমেশ কতটা ছাড় ঘোষণা করে, সেটাই দেখার।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। বিনিয়োগ করার আগে সমস্ত নথি সাবধানে পড়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy