মকর পরবের কারণে ১৩ জানুয়ারি নয়! ঝাড়গ্রাম জেলা বইমেলার দিন পরিবর্তনের দাবিতে জেলাশাসককে স্মারকলিপি

আগামী ১৩ জানুয়ারি ঝাড়গ্রামে অনুষ্ঠিত হতে চলা ঝাড়গ্রাম জেলা বইমেলার দিন পরিবর্তনের দাবি জানাল ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদ। তাদের যুক্তি, এই দিনটি জঙ্গলমহলের অন্যতম বড় উৎসব ‘মকর পরব’-এর সঙ্গে মিলে যাচ্ছে, যার ফলে মেলায় লোক সমাগম কম হতে পারে।

মকর পরবের সঙ্গে সংঘাত:

ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের সদস্যদের দাবি, ১৩ জানুয়ারি তারিখটি জঙ্গলমহল এলাকার (ঝাড়গ্রাম ছাড়াও পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর) অন্যতম বড় উৎসব মকর পরবের দিন।

উপস্থিতি কমের আশঙ্কা: এই উৎসব উপলক্ষে বহু মানুষ কয়েক দিনের জন্য তাঁদের নিজ বাড়িতে ফিরে আসেন এবং চার-পাঁচ দিন ধরে উৎসবে মেতে থাকেন। ফলে এই সময়ে বইমেলা হলে অনেকেই সেখানে অংশ নিতে পারবেন না, যার কারণে বইমেলায় ভাটা পড়ার আশঙ্কা রয়েছে।

সুদূর প্রসারী করার দাবি: পরিষদের দাবি, দিনটি পরিবর্তন করা হলে বইমেলার সুদূর প্রসারী হবে এবং আরও বেশি মানুষ তাতে অংশগ্রহণ করতে পারবেন।

স্মারকলিপি এবং অতিরিক্ত আবেদন:

এই দাবি নিয়ে সোমবার ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের সদস্যরা জেলাশাসক আকাঙ্ক্ষা ভাস্করের কাছে স্মারকলিপি জমা দেন। দিন পরিবর্তনের পাশাপাশি তাঁদের আরও একটি দাবি ছিল— জেলার সমস্ত কবি, সাহিত্যিক ও লেখকদের যাতে বইমেলায় আমন্ত্রণ জানানো হয়।

তবে এই স্মারকলিপির পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন বইমেলার দিন নিয়ে কোনওরকম পরিবর্তন আনছে কিনা, সেই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত জানা যায়নি।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy