বন্যাক্রান্ত শ্রীলঙ্কায় ত্রাণ পাঠাতে পাকিস্তানের বিমানকে ৪ ঘণ্টার মধ্যে আকাশসীমা ব্যবহারের অনুমতি দিল ভারত, পাক মিডিয়ার মিথ্যা দাবি খারিজ

বন্যাক্রান্ত শ্রীলঙ্কার জন্য ত্রাণ পাঠাতে পাকিস্তানের বিমান ভারতের আকাশপথ ব্যবহার করতে চেয়েছিল। ভারত মাত্র চার ঘণ্টার মধ্যে মানবিক কারণে তার অনুমোদন দিয়েছে। একাধিক পাক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল যে ভারত আকাশসীমা খুলে দিতে রাজি হয়নি, কিন্তু সরকারি সূত্রে সেই মিথ্যা দাবি খারিজ করা হয়েছে।

দ্রুত অনুমতি এবং মানবিকতার দৃষ্টান্ত:

১ ডিসেম্বর দুপুর ১টা নাগাদ পাকিস্তান ভারতের কাছে অনুরোধ জানায় যে, শ্রীলঙ্কার ঘূর্ণিঝড় পরিস্থিতি মোকাবিলায় সাহায্য পাঠানোর জন্য তাদের বিমানকে ভারতীয় আকাশসীমা ব্যবহারের অনুমতি দেওয়া হোক। বিষয়টি মানবিক সহায়তার হওয়ায় ভারত তৎক্ষণাৎ প্রক্রিয়া শুরু করে এবং বিকেল ৫টা ৩০ মিনিটের মধ্যেই অনুমোদন দিয়ে দেয়। অর্থাৎ, মাত্র চার ঘণ্টার মধ্যেই ইসলামাবাদকে সবুজ সংকেত দেওয়া হয়।

শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ‘দিতওয়াহ’-এর ধাক্কায় ৩০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে, এবং দেশটির সরকার জাতীয় জরুরি অবস্থা জারি করেছে। এই পরিস্থিতিতে ভারত ইতিমধ্যেই নৌবাহিনী, বায়ুসেনা ও এনডিআরএফ-কে নিয়ে ‘অপারেশন সাগর বন্ধু’-এর আওতায় ত্রাণ পাঠাতে শুরু করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলে আরও সহায়তার আশ্বাস দিয়েছেন।

কূটনৈতিক শীতলতা সত্ত্বেও সহায়তা:

গত এপ্রিল মাসের পহেলগাম হামলার পর ভারত-পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। উভয় দেশই একে অপরের বিমানের জন্য আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছিল। এমন চরম সংকটের মুহূর্তে পাকিস্তানের ত্রাণবাহী বিমানকে দ্রুত অনুমতি দিয়ে ভারত আবারও প্রমাণ করল যে, মানবিক পরিস্থিতিতে রাজনৈতিক মতপার্থক্য কোনো বাধা নয়। ভারত সরকার জানিয়েছে, ‘ভিশন মহাসাগর’-এর অধীনে তারা সবসময় অঞ্চলের ‘ফার্স্ট রেসপন্ডার’ হিসেবে কাজ করে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy