অবশেষে শীত পড়ার সুখবর দিল আলিপুর আবহাওয়া দফতর। ডিসেম্বরের প্রথম সপ্তাহান্তেই রাজ্যবাসী শীতের কাঁপুনি টের পেতে চলেছেন। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল, অর্থাৎ বুধবার থেকেই দক্ষিণবঙ্গে তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে।সপ্তাহান্তের তাপমাত্রা:আবহাওয়াবিদদের পূর্বাভাস, সপ্তাহান্তে কলকাতা-সহ একাধিক জেলার সর্বনিম্ন তাপমাত্রা $15^\circ \text{C}$-এর কাছাকাছি নেমে যাবে। নভেম্বরে পারদ $18^\circ \text{C}$-এর নিচে নামলেও $15^\circ \text{C}$-এর ঘরে পৌঁছয়নি। শীতের এই আমেজ আরও বেশি অনুভূত হবে পশ্চিমের জেলাগুলোতে। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা $11^\circ \text{C}$ থেকে $12^\circ \text{C}$-এর কাছাকাছি নেমে যেতে পারে।শীত দেরির কারণ:আবহাওয়াবিদরা জানিয়েছেন, বঙ্গোপসাগরে একের পর এক ঘূর্ণিঝড় তৈরি হওয়ার ফলেই পূবালি হাওয়ার দাপট বেড়েছিল। এর ফলে উত্তুরে হাওয়া বাধা পাওয়ায় বারবার আশা জাগিয়েও শীত ব্যাকফুটে চলে গিয়েছিল।বর্তমান পরিস্থিতি ও বৃষ্টির পূর্বাভাস:আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে শুকনো আবহাওয়া থাকবে। আজ ভোরে আকাশ কিছুটা মেঘলা এবং আবহাওয়া স্যাঁতস্যাঁতে থাকলেও বেলা বাড়লে তা পরিষ্কার হয়ে ঝলমলে রোদ দেওয়ার সম্ভাবনা রয়েছে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
Home
OTHER NEWS
ঘূর্ণিঝড়ের প্রভাব মুক্ত দক্ষিণবঙ্গ, বুধবার থেকে পারদ পতনের শুরু; উইকেন্ডে জাঁকিয়ে শীত ‘সিটি অফ জয়’-এ