ঘূর্ণিঝড় ‘দিতওয়া’র প্রভাব কাটিয়ে ফিরছে শীত, উইকেন্ডে পারদ নামছে ১৫ ডিগ্রি সেলসিয়াসে

ঘূর্ণিঝড় ‘দিতওয়া’ (DITWAH) বর্তমানে শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হলেও এর প্রভাবেই আটকে গিয়েছে ডিসেম্বরের শীত। এই নিম্নচাপের প্রভাবে মেঘের কারণে কলকাতার তাপমাত্রা একলাফে বেড়ে $20^\circ \text{C}$-এর ঘরে পৌঁছেছে। তবে মৌসম ভবন জানিয়েছে, এই পরিস্থিতি ক্ষণস্থায়ী।আবহাওয়ার পূর্বাভাস:স্বল্পমেয়াদী পরিবর্তন (২৪ ঘণ্টা): হাওয়া অফিস সূত্রে খবর, আকাশ থেকে মেঘ সরে গেলেই আগামী ২৪ ঘণ্টার মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। সকালে ও রাতে হালকা শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীতের অনুভূতি উধাও থাকবে। পশ্চিমের জেলাগুলিতে পারদ আপাতত $15^\circ \text{C}$-এর ঘরে রয়েছে।উইকেন্ডে জাঁকিয়ে শীত: পূর্বাভাস অনুযায়ী, এরপর ধীরে ধীরে ২ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামবে পারদ। আগামী শুক্রবার ও শনিবারের মধ্যে কলকাতার তাপমাত্রা $15^\circ \text{C}$-এ এবং পশ্চিমের জেলাগুলিতে $11^\circ \text{C}$ থেকে $12^\circ \text{C}$-এর কাছাকাছি নেমে যেতে পারে।দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ:দক্ষিণবঙ্গ: রাজ্যের সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা রয়েছে। খুব সকালে কুয়াশা বেশি থাকবে। উপকূলের জেলাগুলিতে কুয়াশার প্রকোপ বেশি হওয়ায় কোথাও কোথাও দৃশ্যমানতা ২০০ মিটারের কাছাকাছি চলে যেতে পারে। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।উত্তরবঙ্গ: উত্তরবঙ্গেও আবহাওয়া শুষ্ক থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং-এর তাপমাত্রা $7^\circ \text{C}$-এর ঘরে, মালদহে $17^\circ \text{C}$-এর কাছাকাছি থাকবে। কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় সকালে বিক্ষিপ্ত কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে।দিনের তাপমাত্রা:মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে $20^\circ \text{C}$। গতকাল সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল $27^\circ \text{C}$। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ রয়েছে ৪৫ শতাংশ থেকে ৯২ শতাংশের মধ্যে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy