সুপার কাপ থেকে বিদায়ের পর আইএসএল-এর ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা কাটিয়ে প্রায় এক মাসের বিরতির পর অবশেষে অনুশীলনে ফিরল মোহনবাগান সুপার জায়ান্ট। তবে এই সাময়িক বিরতিকালীন সময়ে সবুজ-মেরুন শিবিরে ঘটেছে এক বড়সড় রদবদল। গত মরশুমে আইএসএল শিল্ড এবং কাপ এনে দেওয়া কোচের সঙ্গে ‘গোল্ডেন হ্যান্ডশেক’ সেরে নিয়েছে ম্যানেজমেন্ট।
তাঁর জায়গায় স্প্যানিশ কোচ সার্জিয়ো লোবেরাকে নতুন হেড কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে। ওড়িশা এফসি ছেড়ে এবার আইএসএল চ্যাম্পিয়নদের ডাগআউটে দেখা যাবে লোবেরাকে। তবে সোমবার থেকে পুনরায় শুরু হওয়া অনুশীলনে অবশ্য অনুপস্থিত ছিলেন নতুন কোচ লোবেরা। ভিসা জটিলতার কারণে তাঁর কলকাতা পৌঁছতে আরও কিছুটা বিলম্ব হচ্ছে।
বাস্তব রায়ের অধীনেই প্রথম দিনের অনুশীলন সারলেন মোহনবাগান সুপার জায়ান্টের ফুটবলাররা। বিদেশি ডিফেন্ডার আলবার্তো রড্রিগেজ এবং তারকা স্ট্রাইকার দিমিত্রি পেত্রাতোস ছাড়া প্রায় সকলেই এদিন অনুশীলনে হাজির ছিলেন। ফ্লাইট-সংক্রান্ত জটিলতার কারণে আলবার্তো প্রথম দিনের অনুশীলনে যোগ দিতে পারেননি। মঙ্গলবার তাঁর কলকাতায় পা রাখার কথা। অন্যদিকে, পেত্রাতোস বুধবার কলকাতায় নামবেন। প্রথমদিনের অনুশীলনে মূলত ফুটবলারদের শারীরিক সক্ষমতা বাড়ানোর উপরেই জোর দিলেন বাস্তব রায়।
এদিকে, আইএসএল নিয়ে জট কাটার প্রক্রিয়া শুরু হতেই চ্যাম্পিয়ন খেতাব ধরে রাখার জন্য বদ্ধপরিকর মোহনবাগান। ম্যানেজমেন্ট গত কয়েক মরশুমে ওড়িশা এফসিকে সাফল্য এনে দিতে ব্যর্থ হলেও, মুম্বই সিটি এফসি’র হয়ে আইএসএল লিগ শিল্ড জেতার নজির থাকা লোবেরার কোচিংয়েই আস্থা রাখছে। এখন দেখার, সাময়িক বিরতির পর নতুন কোচের অধীনে মোহনবাগান কাঙ্খিত সাফল্যের ফুল ফোটাতে পারে কি না।