SSC নিয়োগে অভিজ্ঞতার ১০ নম্বর নিয়ে হাইকোর্টের প্রশ্ন! ‘নবম-দশমের অভিজ্ঞতা নিয়ে একাদশ-দ্বাদশের পরীক্ষায় নম্বর কেন?’

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (SSC) কর্তৃক আয়োজিত শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার পর থেকেই নিয়োগ প্রক্রিয়ায় অভিজ্ঞতার জন্য ধার্য ১০ নম্বর নিয়ে নতুন প্রার্থী বা ফ্রেশাররা যে প্রশ্ন তুলেছিলেন, এবার সেই একই প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট।

সোমবার বিচারপতি অমৃতা সিনহা সরাসরি প্রশ্ন করেন, নবম-দশম শ্রেণির শিক্ষকতা করার অভিজ্ঞতা থাকলে, তার জন্য কোনো প্রার্থী একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষায় অতিরিক্ত ১০ নম্বর পাবে কেন? এই নিয়মের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

আইনজীবীর দাবি: ফ্রেশারদের জন্য দরজা বন্ধ

আদালতে আইনজীবী ফিরদৌস শামিম দাবি করেন, অভিজ্ঞতার এই ১০ নম্বর বাদ দিয়ে বাকি ৯০ নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা উচিত। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে অভিজ্ঞতার জন্য এই অতিরিক্ত ১০ নম্বর থাকলে, কোনো ফ্রেশার প্রার্থীর পক্ষে কোনো দিন চাকরি পাওয়া সম্ভব হবে না।

দাগি প্রার্থীদের তালিকা প্রকাশে ফের নির্দেশ
আদালত এই দিন এসএসসি-কে মোট ৭২৯৩ জন দাগি প্রার্থীর তালিকা সম্পূর্ণ তথ্য সহ প্রকাশ করার নির্দেশ দিয়েছে। যদিও এর আগে কমিশন ৩৫১২ জনের তালিকা প্রকাশ করেছিল।

বিচারপতি অমৃতা সিনহা কমিশনের কাছে জানতে চান যে, কেন একই তথ্য বারবার আদালতের পক্ষ থেকে চাওয়া হচ্ছে? কেন তারা পুরো তালিকাটি একবারে প্রকাশ করতে পারছে না, সেই বিষয়েও কমিশনকে প্রশ্ন করা হয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy