২৬ নভেম্বর থেকে নিখোঁজ গোড়খাড়া বিদ্যামন্দিরের ছাত্র, পরিবারের আশঙ্কা—বকুনি খেয়েই উধাও, কী ঘটেছে শুভঙ্করের সঙ্গে?

ফুটবল প্র্যাকটিসে যাওয়ার পর থেকেই আর কোনও খোঁজ নেই এলাকার এক উঠতি ফুটবলারের। এই ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নিখোঁজ কিশোরের নাম শুভঙ্কর বাড়ুই (১৫)। সে গোড়খাড়া বিদ্যামন্দিরের নবম শ্রেণির ছাত্র।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বুধবার, ২৬ নভেম্বর, সকাল ৬টা নাগাদ ফুটবল প্র্যাকটিসের উদ্দেশে বাড়ি থেকে বেরিয়েছিল শুভঙ্কর। এরপর প্রায় পাঁচ দিন কেটে গেলেও তার আর কোনও সন্ধান মেলেনি।

নিখোঁজ শুভঙ্কর খুড়িগাছিতে তাঁর মাসি অসীমা দাসের বাড়িতে থাকত। ছোটবেলায় সে মাকে হারিয়েছে এবং বাবার সঙ্গেও তার কোনও যোগাযোগ নেই। জানা যায়, শুভঙ্কর পড়াশোনায় তেমন আগ্রহী ছিল না, তাই মাসি মাঝে মাঝেই তাকে বকাবকি করতেন। পরিবারের আশঙ্কা, মাসির বকুনিতেই হয়তো সে বাড়ি ছেড়ে চলে গেছে।

এই ঘটনায় ইতিমধ্যেই নরেন্দ্রপুর থানায় নিখোঁজ ডায়েরি করেছে শুভঙ্করের পরিবারের লোকেরা। পুলিশ তদন্ত শুরু করেছে এবং সম্ভাব্য সমস্ত দিক খতিয়ে দেখছে। স্থানীয় এক কিশোর এভাবে হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ায় পুরো এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। শুভঙ্করের পরিবার ও আত্মীয়স্বজন দ্রুত তার সন্ধান দাবি করেছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy