ডিসেম্বরের প্রথম সপ্তাহেই ফিরছে জাঁকিয়ে শীত: পারদ নামা শুরু বুধবার থেকে, কবে মিলবে সেই চেনা হিমেল আমেজ?

নভেম্বরের শেষ ভাগে হঠাৎ তাপমাত্রা বেড়ে যাওয়ায় শীতপিপাসু বাঙালির মনে যে খচখচানি শুরু হয়েছিল, এবার তার অবসান ঘটতে চলেছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহ পেরোলেই বাংলায় ফিরতে চলেছে জাঁকিয়ে শীতের আমেজ। সপ্তাহের মাঝামাঝি অর্থাৎ বুধবার থেকেই পারদের ক্রমাগত পতন শুরু হবে এবং সঙ্গে মিলবে সেই কাঙ্ক্ষিত হিমেল হাওয়া।

গত ছয় দিন ধরে তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকায় কলকাতা-সহ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতের ছোঁয়া প্রায় উধাও হয়ে গিয়েছিল। নভেম্বরের শেষ লগ্নে পারদ উঠে পৌঁছে গিয়েছিল ১৮ ডিগ্রি সেলসিয়াসে। তবে আবহাওয়া অফিসের দাবি, এখন ‘প্রকৃত উইন্টার মোড’ অন হতে চলেছে। দিনের বেলায় গরমের আঁচ অনুভূত হলেও, সকাল-সন্ধ্যার হালকা শিরশিরানি বুঝিয়ে দিচ্ছে প্রকৃতির এই মৌসুম বদলের প্রস্তুতি।

সোমবারের সরকারি তথ্য অনুযায়ী, দক্ষিণবঙ্গের মধ্যে এদিন সবচেয়ে শীতল ছিল কল্যাণী, যেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও সর্বনিম্ন তাপমাত্রা এখনও ১৫ ডিগ্রির ঘরে রয়েছে। উত্তরবঙ্গের সমতল জেলা আলিপুরদুয়ারের তাপমাত্রা নেমে এসেছে ১৩ ডিগ্রি সেলসিয়াসে, যা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে উত্তরের হিমেল হাওয়া প্রস্তুত। আবহাওয়াবিদরা নিশ্চিত, ডিসেম্বরের প্রথম সপ্তাহের শেষ নাগাদ শীতের ‘রিটার্ন টিকেট’ নিশ্চিত। এবার শুধু অপেক্ষা কখন সকালের কুয়াশা আর রাতের ঠান্ডা হাওয়া পাকাপাকিভাবে জানান দেবে যে, “শীত এসে গেছে!”

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy