চার বছর আগে স্ত্রী-সন্তান ছেড়ে চলে যাওয়ার পর থেকেই হুগলির চুঁচুড়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বাড়িতে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছিলেন ৬৮ বছর বয়সী শিবু দেবনাথ। তিনি একসময় চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মী ছিলেন। আর সেই নিঃসঙ্গতার করুণ পরিণতি ঘটল মর্মান্তিকভাবে। মঙ্গলবার তাঁর বাড়ি থেকে উদ্ধার হলো পচা-গলা মৃতদেহ।
ঘটনার সূত্রপাত হয় যখন পুরসভার কর্মীরা এলাকায় নালা সংস্কারের কাজ চালাচ্ছিলেন। হঠাৎই তাঁরা বুঝতে পারেন কোথাও থেকে তীব্র দুর্গন্ধ আসছে। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে তাঁরা দেখেন, শিবু দেবনাথের বাড়ি থেকেই গন্ধটি বেরোচ্ছে। পুরকর্মী ও স্থানীয় বাসিন্দারা ওই বাড়ির সামনে গিয়ে দেখেন, মূল দরজা বন্ধ থাকলেও ঘরের ভেতরে এক ব্যক্তি শুয়ে রয়েছেন। তখনই তাদের সন্দেহ হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়।
পুলিশ ঘটনাস্থলে এসে জানালা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। পুলিশ নিশ্চিত করে যে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে এবং দেহ পচে যাওয়ার কারণেই এমন ভয়াবহ দুর্গন্ধ ছড়াচ্ছে। পরে স্থানীয় কাউন্সিলর অর্পিতা সাহার উপস্থিতিতেই পুলিশ শিবু দেবনাথের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইমামবাড়া সদর হাসপাতালে পাঠায়।
স্থানীয় কাউন্সিলর অর্পিতা সাহা জানান, “এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়েই প্রথমে পুলিশকে জানাই। পরে জানতে পারি মৃত ব্যক্তি আমাদের পুরসভার অস্থায়ী কর্মী ছিলেন। একাকীত্বের কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।” এই ঘটনায় ১৬ নম্বর ওয়ার্ড-সহ পুরো চুঁচুড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।