নদীয়ার বুথে ‘ভূতুড়ে’ ভোটার বিতর্ক, বিজেপির BLA-এর বাবার নামে এল রহস্যজনক এনুমারেশন ফর্ম!

নদীয়ার শান্তিপুরে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া চলাকালীন এক অদ্ভুত এবং রহস্যজনক ঘটনা সামনে এসেছে, যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক। রানাঘাট উত্তর-পশ্চিম বিধানসভা কেন্দ্রের ৮৭ নম্বর এলাকার ৬০ নম্বর বুথে এক ‘ভূতুড়ে’ ভোটারের উপস্থিতি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন স্থানীয় বিজেপির বুথ লেভেল এজেন্ট (BLA) গোবিন্দ রায়। গোবিন্দবাবুর পরিবারের সদস্য সংখ্যা ৫ জন হলেও, সম্প্রতি তাঁদের বাড়িতে ভোটার তালিকা সংশোধনের জন্য এসেছে ৬টি এনুমারেশন ফর্ম। এখানেই শেষ নয়, সবচেয়ে বড় রহস্য তৈরি হয়েছে একটি ফর্মে। বিজেপির BLA-এর বাবার নামে তৃতীয় সন্তান হিসেবে ‘শান্তনু রায়’ নামে এক সম্পূর্ণ অচেনা ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে, যা নিয়ে হতবাক পরিবার।

বিজেপির BLA গোবিন্দ রায়ের পরিবারের স্পষ্ট দাবি, তাঁদের বাড়িতে মোট সদস্য পাঁচ জন এবং এই ‘শান্তনু রায়’ নামে কোনো ব্যক্তি তাঁদের পরিবারের সদস্য নন। তাঁরা অবিলম্বে এই ভুল সংশোধনের দাবি জানিয়েছেন।

এদিকে এই ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, এনুমারেশন ফর্মগুলি দেওয়ার পরই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অভিযোগ তুলে রহস্য তৈরি করা হচ্ছে। ভোটার তালিকা সংশোধনের স্বাভাবিক প্রক্রিয়াকে বিজেপি অযথা বিতর্কিত করার চেষ্টা করছে।

পাল্টা বিজেপি নেতৃত্বের দাবি, ভোটার তালিকায় ইচ্ছাকৃতভাবে এমন ভুল নাম ঢোকানো হয়েছে এবং এই সমস্ত ভুল সংশোধনের জন্যই ‘সিস্টেমেটিক ইন্টিগ্রিটি রিভিও’ (SIR) প্রক্রিয়ার প্রয়োজন।

বিষয়টি নজরে আসার পর নড়েচড়ে বসেছে প্রশাসন। শান্তিপুরের ব্লক ডেভেলপমেন্ট অফিসার (BDO) আশ্বাস দিয়েছেন, সমগ্র বিষয়টি দ্রুত তদন্ত করে দেখা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy