রবিবার অনুষ্ঠিত রাজ্য পুলিশের নিয়োগ পরীক্ষায় ব্যাপক দুর্নীতির আশঙ্কা প্রকাশ করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার সাংবাদিক বৈঠক করে তিনি দাবি করেন, এই পরীক্ষাতেও এসএসসি (SSC)-র ধাঁচে দুর্নীতি করা হতে পারে।
শুভেন্দুর অভিযোগের মূল পয়েন্ট:
শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠকে একটি ওএমআর (OMR) শিট দেখিয়ে তাঁর অভিযোগের পক্ষে সওয়াল করেন। তাঁর মূল অভিযোগগুলি হলো:
কার্বন কপি না দেওয়া: পরীক্ষার পর চাকরিপ্রার্থীদের OMR-এর কার্বন কপি দেওয়া হয়নি।
সিরিয়াল নম্বর নেই: তাঁর অভিযোগ, যে OMR-এর কার্বন কপি দেখানো হয়েছে, তাতে সিরিয়াল নম্বরও ছিল না।
শুভেন্দু বলেন, “OMR শিটের কার্বন কপিতে সিরিয়াল নম্বর ছিল না। OMR শিটের কার্বন কপি প্রার্থীদের দেওয়া হয়নি। কার্বন কপি দিল না বোর্ড যে কোনও ধরনের দুর্নীতি করতে পারবে। সিরিয়াল নম্বর নেই মানে, যে কোনও সময়ে কার্বন কপি চেঞ্জ করে দেবে।”
দুর্নীতির প্রক্রিয়া ফাঁস:
শুভেন্দু দাবি করেন, OMR-এর কার্বন কপি প্রার্থীদের হাতে না থাকায় বোর্ড সহজেই কারচুপি করতে পারবে। তিনি বলেন:
“টাকার ভিত্তিতে যাঁদের নেওয়া হবে, তাঁদের OMR চেঞ্জ করে দেবে।” “এবার হয়তো আর সাদা রাখবে না, OMR শিটটাই বদলে দেবে। যাঁদেরকে নিতে চায়, নির্বাচন আসছে বলে যাঁদের কাছ থেকে টাকা তোলা হয়েছে, সেই লোকগুলোকে ডেকে ডেকে ফিল আপ করিয়ে দেবে। সেখান থেকে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান গৌতম স্যান্যালের কাছে পৌঁছে যাবে।”
আইনি পদক্ষেপের পরামর্শ:
বিরোধী দলনেতা প্রশ্ন তোলেন, জাতীয় স্তরের সমস্ত পরীক্ষায় OMR-এর কার্বন কপি ও সিরিয়াল নম্বর দেওয়া হলেও এই গুরুত্বপূর্ণ পুলিশ নিয়োগ পরীক্ষায় কেন তা করা হলো না। তিনি চাকরিপ্রার্থীদের জনস্বার্থ মামলা করার পরামর্শ দেন এবং তাঁদের আইনি সহায়তার জন্য আশ্বস্ত করেন।
তিনি এই প্রসঙ্গে রেল বোর্ডকে ধন্যবাদ জানিয়ে বলেন, ওড়িশা পরীক্ষা করাচ্ছে বলেই বাংলার ছেলেমেয়েরাও চাকরি পাচ্ছে।