সদ্যোজাত শিশুকন্যাকে অভিনব ও জাঁকজমকপূর্ণ কায়দায় বরণ করে ঘরে তুললেন পুরুলিয়ার সিন্দ্রি গ্রামের এক দম্পতি। পেশায় বাস চালক কার্তিক কুম্ভকার এবং তাঁর স্ত্রী দ্বিতীয় সন্তান হিসেবে কন্যা সন্তানের জন্ম দেন। এই ঘটনায় শুধু পরিবার নয়, খুশি গোটা গ্রাম।
নবজাতককে বরণে বিশেষ আয়োজন:
মেয়ে হওয়ার আনন্দে মেতে উঠে কার্তিক কুম্ভকার আগে থেকেই পরিকল্পনা করেছিলেন, কন্যা সন্তানকে এই ভাবেই ধুমধাম করে বাড়িতে নিয়ে আসবেন।
গোলাপের গাড়ি: হাসপাতাল থেকে নবজাতক শিশু কন্যাকে আনা হয় গোলাপ ফুল দিয়ে সুসজ্জিত একটি বিশেষ গাড়িতে করে।
গৃহসজ্জা: সদ্যোজাতকে স্বাগত জানাতে গোটা বাড়ি ফুল ও বেলুন দিয়ে সাজিয়ে তোলা হয়।
আনন্দ উদযাপন: প্রতিবেশীদের মধ্যে মিষ্টি বিতরণ করে গোটা পরিবার আনন্দ ভাগ করে নেয়।
পরিবারের বার্তা:
কার্তিক কুম্ভকার বলেন, “কন্যা সন্তান ঘরের লক্ষ্মী”—এই বার্তা দিতেই তাঁর এই উদ্যোগ।
কার্তিক কুম্ভকারের মা ষষ্ঠী কুম্ভকার বলেন, “মেয়ে সন্তানকে প্রতিপালন করা পুণ্যের কাজ। তাই মেয়ে হওয়ায় আমরা সকলেই খুবই খুশি। সেই কারণেই এই সমস্ত আয়োজন করা হয়েছে।”
প্রশংসায় পঞ্চায়েত প্রধান:
এ বিষয়ে সিন্দ্রি গ্রাম পঞ্চায়েত প্রধান বিশ্বজিৎ মাহাত এই ব্যতিক্রমী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “এই পরিবার যে কাজ করেছে তা প্রশংসনীয়। অনেকেই কন্যা সন্তানকে দেখে মুখ ফেরান। সেখানে এই ব্যতিক্রমী কাজ প্রশংসাযোগ্য। রাজ্য সরকার মেয়েদের জন্য বিভিন্ন প্রকল্প তৈরি করেছে। তাই মেয়েরা অবহেলিত নয়।”