‘ভাবিয়া করুন কাজ, করিয়া ভাবিও না’! ভোটার তালিকা সংশোধনে সময় বৃদ্ধি নিয়ে কমিশনকে তীব্র কটাক্ষ মহম্মদ সেলিমের

রাজ্যে ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধনের (SIR) চূড়ান্ত তালিকা প্রকাশের সময় বৃদ্ধি করার নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে তীব্র কটাক্ষ করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি সরাসরি কমিশনকে প্রশ্ন করেছেন, এই তাড়াহুড়োর কারণে মানুষের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছে, তার ক্ষতিপূরণ কে দেবে?

কমিশনকে কটাক্ষ:

রবিবার রাতে শিলিগুড়িতে ‘বাংলা বাঁচাও’ জনসভায় যোগ দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহম্মদ সেলিম বলেন:

“আমরা আগে থেকেই নির্বাচন কমিশনকে বলেছিলাম, ‘এতো তাড়াহুড়ো কীসের! ভাবিয়া করুন কাজ, করিয়া ভাবিও না।’… নির্বাচন কমিশন প্রস্তুত ছিল না। আরএসএস কী বলছে, বিজেপি কী বলছে সেটা করছে। গ্রাউন্ড রিয়ালিটি বোঝার দরকার ছিল। মানুষের মধ্যে এতো চাঞ্চল্য, এতো আতঙ্ক তৈরি হল। এর ক্ষতিপূরণ কে দেবে?”

তিনি আরও বলেন, “আমরা জানতাম সময় বাড়াতে হবেই। সেজন্য আমাদের ভলান্টিয়াররা থাকবে। আমাদের আইনজীবীরা প্রস্তুত থাকবে।”

বিজেপি-তৃণমূল আঁতাত:

মহম্মদ সেলিম শিলিগুড়ির টিকিয়াপাড়া ময়দানের জনসভা থেকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস এবং কেন্দ্রের শাসকদল বিজেপি, উভয়কেই এক আসনে বসান।

তৃণমূলের রাজত্বের কারণ: তাঁর অভিযোগ, “তৃণমূল এখানে রাজত্ব করছে তার কারণ মাথায় মোদি আর ভাগবতের হাত আছে বলে। তৃণমূলের কোনও দুর্নীতিগ্রস্ত নেতাদের বিরুদ্ধে বিজেপি কথা বলেনি।”

সিপিএমের বিরুদ্ধে একজোট: তিনি বলেন, “আর এখন দেখবে অভিষেকের বিরুদ্ধেও শুভেন্দু কোনো কথা বলছে না। সবাই মিলে সিপিএমের পিছনে লেগে আছে। কারণ যত ওরা সংকটে পরবে দক্ষিণপন্থীরা এককাট্টা হবে।”

অন্যান্য বিষয়ে মন্তব্য:

রাজভবনের নাম ‘লোকভবন’ হওয়া প্রসঙ্গে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, “মানুষ ভেবেছিল বিজেপি সরকার গেম চেঞ্জার হবে। কিন্তু তারা নেম চেঞ্জার ছাড়া কিছুই নয়।”

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy