সরাসরি মুখ্য নির্বাচন কমিশনারকে চ্যালেঞ্জ অভিষেকের! ‘৫টি প্রশ্নের একটিরও সদুত্তর দিতে পারলে কোর্টে নিয়ে যাব’

এবার সরাসরি দেশের মুখ্য নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমারের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, সম্প্রতি দিল্লিতে তাঁর তৈরি করা ১০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে কমিশন তৃণমূলের করা মোট পাঁচটি প্রশ্নের কোনটিরই ‘সদুত্তর দেয়নি’।

সরাসরি চ্যালেঞ্জ ও হুঁশিয়ারি:

সোমবার ‘সেবাশ্রয় ২’-এর উদ্বোধনী মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন:

“আমরা যে পাঁচটা প্রশ্ন করেছিলাম, তার একটারও উত্তর দেননি মুখ্য নির্বাচন কমিশনার। সেদিন রাতে কিছু প্রশ্ন লিক হয়েছে। তবে আমি কমিশনকে চ্যালেঞ্জ করছি, আপনারা যদি পাঁচটা প্রশ্নের একটারও উত্তর দিতে পারেন, আমরাও যদি মনে করি, আপনি সদুত্তর দিতে পেরেছেন, তারপর আপনাকে আমরা কোর্টে নিয়ে যাব। আমি ভেবেচিন্তেই সব বলছি, হাওয়ায় কথা বলা আমার স্বভাব নয়। আপনি পাঁচটা প্রশ্নের একটার উত্তর দিন। কিন্তু পারবেন না।”

বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ:

অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, সংগঠন দুর্বল হওয়ার কারণে বিজেপি রাজনৈতিক পথে লড়াই না করে কমিশন, ইডি (ED) ও সিবিআইয়ের পথে লড়াই চালাচ্ছে।

১ কোটি নাম বাতিলের পূর্বাভাস: বাংলায় ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের (SIR) সূচনা পর্ব থেকেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য-সহ গেরুয়া শিবিরের দাবি—কমপক্ষে ১ কোটি নাম বাদ যাবে।

বিজেপির অলৌকিক ক্ষমতা: এই প্রসঙ্গে অভিষেক কটাক্ষ করে বলেন, “এরা এত পারদর্শী কীভাবে? হাইকোর্ট কবে, কী নির্দেশ দেবে তা আগে থেকে বলে দেয়। কমিশন কত নাম বাদ দেবে, সব আগে থেকে বলে দেয়।”

কমিশন-ইডি-র ভরসা: তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের অভিযোগ, “ইডি, সিবিআই, কমিশনের ভরসায় ভোট জিতবে ভেবেছে বিজেপি।”

অভিষেকের এই মন্তব্য রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলল।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy