অল্পের জন্য রক্ষা পুরুলিয়া শহরের! ট্যাক্সি স্ট্যান্ড মোড়ের কাছে গ্যাস সিলিন্ডার থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়াল পুরুলিয়া শহরে। পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ড মোড়ের অদূরে জনবহুল এলাকার একটি ফাস্টফুডের দোকানে গ্যাস সিলিন্ডার থেকে এই আগুন লাগে। দ্রুত গোটা এলাকায় শোরগোল পড়ে যায়।

দমকলের তৎপরতা:

স্থানীয় মানুষজন তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর কাজে এগিয়ে আসেন এবং দমকলে খবর দেন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকল বিভাগের কর্মীরা। দমকলের তৎপরতা ও বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে। জানা গিয়েছে, এই ঘটনায় বিশেষ কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

ঠিক কী ঘটেছিল?

পুরুলিয়া দমকল বিভাগের সাব অফিসার এস গোস্বামী ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। তিনি বলেন, “ট্যাক্সি স্ট্যান্ডের একটি ফাস্টফুডের দোকানে ১৪ কেজির একটি গ্যাস সিলিন্ডার রিফিলিং করছিলেন ব্যবসায়ী। ওই গ্যাস সিলিন্ডারের রেগুলেটরের মুখে হঠাৎ আগুন লেগে যায়। এরপর আগুন ছড়িয়ে পড়ে।”

আগুনের পরিমাণ অতিরিক্ত বেড়ে যাওয়ায় দমকলের দু’টি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বড় বিপদ এড়াল পুরুলিয়া:

এই দোকান সংলগ্ন এলাকাতেই একটি পেট্রোল পাম্প ছিল। সাব অফিসার এস গোস্বামী নিশ্চিত করেন, যদি সঠিক সময়ে আগুন নিয়ন্ত্রণে না আসত, তাহলে বড়সড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। পুরুলিয়া শহরের চকবাজার, হাটের মোড়, চাঁইবাসা রোড, মধ্যবাজার-সহ এই এলাকাগুলি ঘন জনবসতিপূর্ণ এবং বহু মানুষের রুটি-রুজি এই ছোট-বড় দোকানগুলির উপর নির্ভর করে। এমন জনবহুল এলাকায় আগুন লাগায় আতঙ্কিত হয়ে পড়েন সকলে। দমকল ও স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় অবশেষে স্বস্তি ফিরেছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy