‘নাটক করার অনেক মঞ্চ আছে, সংসদ সেই জায়গা নয়’— বিরোধীদের খেলার ধরন বদলানোর বার্তা প্রধানমন্ত্রীর

সংসদের শীতকালীন অধিবেশন শুরুর প্রাক্কালে সোমবার সংসদ ভবন থেকেই নিজের দীর্ঘদিনের সবচেয়ে বড় দুশ্চিন্তাটি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর বক্তব্যে স্পষ্ট হয় যে, দেশের তরুণ ও প্রথমবার নির্বাচিত সাংসদরা ক্রমশ হতাশ হয়ে পড়ছেন, কারণ তাঁরা এখনও পর্যন্ত লোকসভার মঞ্চে নিজের মতামত তুলে ধরার সুযোগ পাচ্ছেন না।

প্রধানমন্ত্রী মোদীর বক্তব্য:

“নতুন সাংসদরা খুব ব্যথিত। তাঁরা নিজের যোগ্যতা দেখানোর, নিজের এলাকার সমস্যাগুলি তুলে ধরার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। দেশের অগ্রগতির আলোচনায় তারা অংশ নিতে চাইলেও নানা বাধায় তাদের কণ্ঠ রুদ্ধ হচ্ছে।”

প্রধানমন্ত্রী তাঁর স্পষ্ট বার্তায় বলেন, সংসদীয় গণতন্ত্রে সাংসদ কোন দলের, তার চেয়েও বড় হলো তাঁর বক্তব্য রাখার অধিকার। সকল প্রথমবারের সাংসদকেই তাই সুযোগ দিতে হবে। সেই সুরেই যেন এক অপ্রকাশ্য কটাক্ষ করে তিনি বলেন, “নাটক করার অনেক মঞ্চ আছে, সংসদ সেই জায়গা নয়।”

বিরোধীদের ‘খেলার ধরন’ বদলানোর পরামর্শ:

অধিবেশনের আগের ভাষণে মোদী আরও অভিযোগ করেন, গত দশ বছর ধরে সংসদকে বহু বিরোধী সদস্যই ব্যবহার করেছেন “নির্বাচনের প্রস্তুতি বা পরাজয়ের ক্ষোভ উগরে দেওয়ার জায়গা” হিসেবে। তাঁর বক্তব্য দেশ এখন সেই রাজনীতি আর মেনে নিতে রাজি নয়। তাই বিরোধীদের ‘খেলার ধরন’ বদলানোর পরামর্শ দেন তিনি। এমনকি প্রয়োজনে “টিপস দিতে প্রস্তুত” বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

এই মন্তব্যগুলি এমন সময়ে এলো যখন বিহারে এনডিএ বিপুল শক্তিতে ক্ষমতা ফিরে পেয়েছে, এবং বিরোধী ‘ইন্ডিয়া’ জোট বড় ধাক্কা খেয়েছে। ১৯ ডিসেম্বর পর্যন্ত চলা এই অধিবেশনে প্রায় ১৪টি বিল পেশ হতে পারে বলে সংসদীয় সূত্রে খবর। যদিও বিরোধীরা SIR প্রক্রিয়া (ভোটার তালিকা সংশোধন) ও দিল্লির ভয়াবহ দূষণকেই প্রধান বিতর্কের বিষয় করতে প্রস্তুত।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy