ভালোবাসার নৃশংস পরিণতি! প্রেমিকের মৃতদেহকেই বিয়ে করলেন তরুণী, খুনের অভিযোগ বাবা-ভাইদের বিরুদ্ধে!

মহারাষ্ট্রের নান্দেদ জেলায় এক হৃদয়বিদারক ঘটনা প্রকাশ্যে এসেছে, যা গভীর রাজনৈতিক ও সামাজিক প্রশ্ন তুলেছে। ২১ বছর বয়সী আঁচল মামিদ্বার তাঁর নিহত প্রেমিক ২৫ বছর বয়সী সক্ষম টেটের মৃতদেহকেই বিয়ে করেছেন। অভিযোগ, এই সম্পর্কের তীব্র বিরোধিতা করায় আঁচলের বাবা এবং ভাইয়েরা মিলেই সক্ষমকে নির্মমভাবে হত্যা করেছেন।

জানা গিয়েছে, নিহত সক্ষম টেট ও আঁচল মামিদ্বারের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক ছিল। কিন্তু বর্ণগত পার্থক্যের কারণে আঁচলের বাবা গণেশ (গজানন) মামিদ্বার এই সম্পর্ক মেনে নিতে পারেননি। সক্ষম, যিনি মাত্র দেড় মাস আগেই জামিনে মুক্তি পেয়েছিলেন, তিনি আঁচলের ভাই হিমেশ মামিদ্বারের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সক্ষম ও হিমেশ উভয়েরই অপরাধমূলক পটভূমি ছিল।

কীভাবে ঘটল হত্যাকাণ্ড?

পিটিআই সূত্রে খবর, গত ২৭ নভেম্বর সন্ধ্যায় নান্দেদের জুনাগঞ্জ এলাকায় সক্ষম বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় সেখানে আঁচলের বাবা গণেশ, ভাই হিমেশ, সাহিল এবং আরও দু’জন এসে তাঁকে আক্রমণ করে। সংঘর্ষের সময় হিমেশ অভিযোগ করেন, সক্ষম তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন, যা তাঁর পাঁজরে লেগেছিল। এরপরই হিমেশ সক্ষমের মাথায় একটি টালি ভেঙে দেন, যার ফলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এর কিছুক্ষণ পরেই পুলিশ মূল অভিযুক্ত হিমেশ, তাঁর ভাই সাহিল (২৫) এবং বাবা গণেশ মামিদ্বারকে (৪৫) গ্রেফতার করে।

মৃতদেহকে বিয়ে করে ন্যায় চাইলেন প্রেমিকা:

পরের দিন যখন সক্ষমের শেষকৃত্যের প্রস্তুতি চলছিল, তখন শোকে মুহ্যমান আঁচল প্রেমিকের বাড়িতে ছুটে যান। সেখানে তিনি তাঁর মৃত প্রেমিকের সঙ্গে প্রতীকী বিবাহ করার ইচ্ছা প্রকাশ করেন। প্রত্যক্ষদর্শীদের মতে, তিনি তাঁর শরীরে হলুদ এবং সক্ষমের সিঁথিতে সিঁদুর পরিয়ে বিবাহের আচার সম্পন্ন করেন।

কান্নায় ভেঙে পড়ে আঁচল সাংবাদিকদের বলেন, “আমি গত তিন বছর ধরে সক্ষমকে ভালোবাসি, কিন্তু আমার বাবা জাতপাতের কারণে আমাদের সম্পর্কের বিরোধিতা করেছিলেন।” তিনি আরও দাবি করেন, “আমার পরিবার প্রায়ই সক্ষমকে হত্যার হুমকি দিত, আর এখন আমার বাবা ও ভাইয়েরা তা করেও দেখাল। আমি ন্যায়বিচার চাই। আমি চাই অভিযুক্তের ফাঁসি হোক।”

আঁচল এখন থেকে সক্ষমের বাড়িতেই থাকার ইচ্ছা প্রকাশ করেছেন। পুলিশ এই ঘটনায় ছয় ব্যক্তির বিরুদ্ধে খুন, দাঙ্গা, এসসি/এসটি (নৃশংসতা প্রতিরোধ) আইন এবং অস্ত্র আইন সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের করেছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy