লাইফ সার্টিফিকেট? এখন বাড়িতে বসেই মাত্র ২ মিনিটে! বয়স্কদের জন্য কেন্দ্র আনল ‘মাস্টারস্ট্রোক’!

পেনশনভোগীদের জন্য বছরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সময়মতো লাইফ সার্টিফিকেট (জীবন প্রমাণ) জমা দেওয়া। এতদিন এই শংসাপত্র জমা দিতে ব্যাঙ্ক বা পেনশন অফিসে ভিড় করতে হতো। কিন্তু কেন্দ্রীয় সরকারের Umang (উমঙ্গ) মোবাইল অ্যাপ সেই পুরোনো পদ্ধতির অবসান ঘটিয়েছে।

এখন থেকে প্রবীণ নাগরিকরা ঘরে বসেই, মাত্র কয়েক মিনিটে, তৈরি করতে পারবেন তাঁদের ডিজিটাল লাইফ সার্টিফিকেট। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো: এর জন্য দরকার হবে আধার-ভিত্তিক ফেস অথেন্টিকেশন। অর্থাৎ, শুধু স্মার্টফোনের ক্যামেরা ব্যবহার করে মুখ স্ক্যান করেই এই প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। ব্যাঙ্কে যাওয়া বা কাউকে অনুরোধ করার দিন শেষ।

শংসাপত্র তৈরির জন্য যা যা লাগবে:

আধার নম্বর

মোবাইল নম্বর

পেনশন পেমেন্ট অর্ডার (PPO) নম্বর

ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর

পেনশন অনুমোদনকারী দপ্তরের নাম

Umang App-এ কীভাবে করবেন ফেস স্ক্যান? (ধাপে ধাপে প্রক্রিয়া)

১. গুগল প্লে স্টোর থেকে Umang অ্যাপটি ডাউনলোড করুন।

২. সার্চ বক্সে ‘জীবন প্রমাণ’ লিখে ‘Generate Life Certificate’ অপশনটি বেছে নিন।

৩. এরপরে ‘ফেস অথেন্টিকেশন’-এ ক্লিক করুন।

৪. এবার গুগল প্লে স্টোর থেকে ‘ফেস আরডি অ্যাপ’ ডাউনলোড করুন (এই অ্যাপটি ফেস স্ক্যানিং-এর জন্য জরুরি)।

৫. আধার নম্বর, মোবাইল নম্বর, ইমেল ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিন।

৬. ক্যামেরা অন করে নিজের মুখ স্ক্যান করুন। যদি আপনি পুনরায় বিবাহিত (Re-married) বা পুনরায় নিযুক্ত (Re-employed) হন, তবে সংশ্লিষ্ট বক্সে টিক করুন।

কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার ডিজিটাল লাইফ সার্টিফিকেট তৈরি হয়ে যাবে। এটি আইটি অ্যাক্ট দ্বারা স্বীকৃত এবং সকল সরকারি-বেসরকারি পেনশন সংস্থা এটি গ্রহণ করে, ফলে অফিসে হাজিরা দেওয়ার দরকার নেই। এই শংসাপত্রটি আপনি ডিজিলকারেও সেভ করে রাখতে পারেন। মনে রাখবেন, পরিষেবাটি শুধুমাত্র অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপেই পাওয়া যায়, ওয়েব ব্রাউজারে নয়।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy