“পরাজয় হজম করুন, সংসদ নাটকের মঞ্চ নয়!” শীতকালীন অধিবেশনের শুরুতেই বিরোধীদের বিরুদ্ধে অগ্নিশর্মা প্রধানমন্ত্রী মোদি

শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই বিরোধীদের উদ্দেশে তীব্র ও তীক্ষ্ণ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, দেশের অগ্রগতির স্বার্থে সংসদকে রাজনৈতিক নাট্যমঞ্চে পরিণত না করে গঠনমূলক আলোচনার মঞ্চ হিসেবে ব্যবহার করতে হবে।

প্রধানমন্ত্রী এদিন স্পষ্ট জানান, “এই শীতকালীন অধিবেশন কোনও রীতি-রেওয়াজ নয়। এটি দেশকে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যেতে আমাদের প্রচেষ্টাকে আরও উজ্জীবিত করবে।” তিনি বলেন, সংসদের আচরণে যেন দেশের প্রতি দায়বদ্ধতার বার্তা প্রতিফলিত হয়।

‘বিশ্ব দেখছে ভারতের গণতন্ত্রকে’

মোদীর বক্তব্য, শুধু দেশের মানুষ নয়, আন্তর্জাতিক মহলও তীক্ষ্ণ নজরে দেখছে ভারতের গণতন্ত্র ও অর্থনীতির শক্তিবৃদ্ধির প্রক্রিয়া। বিহার নির্বাচনের উল্লেখ করে তিনি বলেন, ভোটারদের ব্যাপক অংশগ্রহণ—বিশেষ করে নারী ভোটের উত্থান—ভারতের গণতান্ত্রিক শক্তিকেই সামনে তুলে ধরেছে। এই আস্থা ধরে রাখার দায় সংসদেরও।

খোঁচা: ‘পরাজয় মানতে না পারলেই বিঘ্ন সৃষ্টি করা ঠিক নয়’

তীব্র সুরেই বিরোধীদের উদ্দেশে মোদীর মন্তব্য, “কেউ কেউ পরাজয়ে পীড়িত। পরাজয় হজম করতে না পারাই যেন বিঘ্ন ঘটানোর কারণ না হয়। যেমন জয় অহংকারে পরিণত হওয়া উচিত নয়, তেমনই পরাজয়কে অজুহাত বানানোও উচিত নয়।”

প্রধানমন্ত্রীর দাবি, বিরোধী দলের এক-দু’টি মন্তব্য থেকেই বোঝা যায়, তারা এখনও নির্বাচনী ফল মেনে নিতে পারছেন না। যারা প্রতিবাদ বা নাটকীয়তা দিয়ে সেশন প্রভাবিত করতে চান, তাদের উদ্দেশে মোদির বার্তা, “নাটক করার জায়গা অনেক আছে। কিন্তু আসল কথা হল কাজের ফল। যেখানে পরাজয়ের মুখে পড়তে চলেছেন, সেখানে গিয়ে কথা বলুন।”

অধিবেশন শুরুর দিনেই একাধিক গুরুত্বপূর্ণ বিল

সকাল ১১টায় শুরুর পর অধিবেশন প্রয়াতদের স্মৃতিচারণের মাধ্যমে শুরু হবে। এরপর অর্থমন্ত্রী নির্মলা সীতারামন লোকসভায় পেশ করবেন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল, যার মধ্যে রয়েছে— Central Excise (Amendment) Bill, 2025, Health Security and National Security Cess Bill, 2025 এবং Manipur GST (Second Amendment) Bill, 2025।

সরকার মোট ১৩টি বিল এই সেশনে আনার পরিকল্পনা করেছে। এ ছাড়াও নির্বাচনী তালিকার সংস্কার, দিল্লি বিস্ফোরণের জেরে জাতীয় নিরাপত্তা, শ্রম আইন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যু নিয়েও এই অধিবেশন উত্তপ্ত হতে পারে। প্রধানমন্ত্রীর কথায়, এই অধিবেশন “দেশের ভবিষ্যৎ ভাবনা ও দেশের জন্য সংসদ কী করতে চলেছে—তার স্পষ্ট প্রতিচ্ছবি তৈরি করবে।”

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy