মহিলাদের স্বনির্ভরতা বাড়াতে বড় উদ্যোগ, পশ্চিম মেদিনীপুরে ৭,১৭৫টি স্বনির্ভর গোষ্ঠীকে ৪৮২ কোটি টাকা ঋণ দিল প্রশাসন

শীতের আমেজ শুরু হতেই পশ্চিম মেদিনীপুর জেলায় উৎসবের প্রস্তুতির পাশাপাশি মহিলাদের স্বনির্ভরতা বৃদ্ধির লক্ষ্যে বড়সড় আর্থিক সহায়তার কর্মসূচি নিল জেলা প্রশাসন। শুক্রবার জেলাজুড়ে স্বনির্ভর গোষ্ঠীর (SHG) মহিলাদের প্রায় ৪৮২ কোটি টাকা ঋণ দেওয়া হলো।

ঋণদান কর্মসূচির বিবরণ

এই ঋণদান কর্মসূচিতে জেলা শাসক বিজিন কৃষ্ণা, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি সহ প্রশাসনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই কর্মসূচির মাধ্যমে মোট ৭,১৭৫টি স্বনির্ভর গোষ্ঠী উপকৃত হয়েছে।

  • বিভাগ: জেলা পর্যায়ের ক্রেডিট ক্যাম্পের মাধ্যমে ২১৫টি স্বনির্ভর গোষ্ঠীকে ৩০ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। অন্যদিকে, ৬,৯৬০টি গোষ্ঠী ব্যাঙ্কস্তর বা ব্লক স্তরের মেগা ক্রেডিট ক্যাম্পের মাধ্যমে বাকি ঋণ পাবে।

  • বিশেষ সুবিধা: এর মধ্যে ৬৯টি স্বনির্ভর গোষ্ঠী ২০ লক্ষ টাকার বেশি ঋণ পাবে।

প্রশাসনের বক্তব্য ও সাফল্য

জেলা শাসক বিজিন কৃষ্ণা বলেন, “মহিলাদের স্বনির্ভর করে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। মহিলারা স্বনির্ভর হলে জেলায় অর্থনৈতিক পরিবর্তন আসবে। আজ বহু গোষ্ঠী উপকৃত হলেন।”

অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট মিশন ডিরেক্টর গোবিন্দ হালদার জানান, “এই জেলার মহিলারা রেকর্ড পরিমাণ ঋণ পেয়েছেন। তাঁরা অত্যন্ত ভালো কাজ করছেন। তাঁদের তৈরি পণ্য বিদেশেও যাচ্ছে।”

মুখ্যমন্ত্রীর নির্দেশ ও অতীতের সাফল্য

রাজ্য সরকার গ্রামীণ মহিলাদের স্বনির্ভর করে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক থেকে বারবার স্বনির্ভর গোষ্ঠীর উন্নয়নে গুরুত্ব দিয়েছেন। সেই নির্দেশেই জেলা প্রশাসন মহিলাদের নানান প্রশিক্ষণ দিচ্ছে। গত আর্থিক বছরে জেলা প্রশাসন প্রায় ২,০০০ কোটি টাকা ঋণ দিয়েছিল, যেখানে খড়্গপুর–১, গড়বেতা–১ ও কেশপুর ব্লক শীর্ষে ছিল।

স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা দেবী বিশ্বাস জানান, “ঋণ নিয়ে পশুপালন শুরু করেছিলাম। এখন বেশ লাভ করছি।”

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy