ভোটার তালিকার বিশেষ নিবিড় পরিমার্জন (SIR) ইস্যুতে এবার রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে (TMC) সরাসরি হস্তক্ষেপ না করার বার্তা দিল নির্বাচন কমিশন (ECI)। শুক্রবার দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের দফতরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের তৈরি করা ১০ সদস্যের একটি প্রতিনিধি দল পৌঁছায়।
তৃণমূলের অভিযোগ ও প্রশ্ন
কমিশনের কাছে তৃণমূল প্রতিনিধি দল SIR-এর জেরে মৃত বিএলও (BLO) এবং সাধারণ ভোটারদের একটি তালিকা পেশ করে। একইসঙ্গে তারা পাঁচটি প্রশ্ন উত্থাপন করে। এর মধ্যে প্রধান প্রশ্ন ছিল:
-
ভুয়ো ভোটার বা অনুপ্রবেশকারীদের বাদ দিতে যদি SIR অপরিহার্য হয়, তাহলে অন্যান্য সীমান্তবর্তী রাজ্যগুলিতে তা কেন হচ্ছে না?
তৃণমূলের অভিযোগ, তাদের কোনো প্রশ্নেরই আনুষ্ঠানিক উত্তর কমিশন দেয়নি।
কমিশনের কড়া বার্তা ও পদক্ষেপ
যদিও সূত্রের খবর অনুযায়ী, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার রাজ্যের শাসকদলকে স্পষ্ট ভাষায় ‘সমঝে’ দিয়েছেন।
-
হস্তক্ষেপ নয়: তিনি বার্তা দিয়েছেন যে, বিএলও-দের কাজে কোনো ভাবেই হস্তক্ষেপ বা বাধা তৈরি করা যাবে না। আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত বুথ স্তরীয় আধিকারিকদের (BLO) স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে।
-
নিরাপত্তার নিশ্চয়তা: বিএলও-দের নিরাপত্তা সুনিশ্চিত করতে ইতিমধ্যেই জ্ঞানেশ কুমার রাজ্যের ডিজিপি এবং কলকাতা পুলিশ কমিশনারকে চিঠি লিখেছেন। চিঠিতে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, কোনো রাজনৈতিক দল যেন বিএলওদের উপর চাপ তৈরি করতে না পারে।
-
অনুপ্রবেশকারীর ভোটাধিকার: ভুয়ো ভোটার সংক্রান্ত প্রশ্নের উত্তরে জ্ঞানেশ কুমার স্পষ্ট করেছেন যে, কোনো অনুপ্রবেশকারী চাইলেও ভোটার হতে পারবে না। তিনি বলেছেন, “যাঁরা অবৈধ ভাবে দেশে প্রবেশ করছেন, তাঁদের কোনো ভাবেই ভোটপ্রদানের অধিকার নেই।”
কমিশনের এই পদক্ষেপ পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়াকে কঠোরভাবে নিরপেক্ষ রাখার ইঙ্গিত দিচ্ছে।