অবশেষে চূড়ান্ত! দিতিপ্রিয়ার জায়গায় ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে নতুন অপর্ণা— থিয়েটারের অভিনেত্রী শিরীন পাল

ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এ নায়িকা অপর্ণার চরিত্রে আর কে অভিনয় করবেন, তা নিয়ে চলা সমস্ত জল্পনার অবসান হলো। অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) এই ধারাবাহিক ছেড়ে দেওয়ার পর থেকেই সৌমিতৃষা কুণ্ডু, সম্পূর্ণা এবং সৃজা দত্ত-সহ একাধিক অভিনেত্রীর নাম এই চরিত্রের জন্য শোনা যাচ্ছিল। অনেকের লুকসেটও হয়েছিল। কিন্তু শেষমেশ সিদ্ধান্ত চূড়ান্ত হলো—অপর্ণার ভূমিকায় দেখা যাবে এক নতুন মুখ, অভিনেত্রী শিরীন পাল (Shirin Paul)-কে।

কে এই শিরীন পাল?

শিরীন পাল ছোটপর্দায় নবাগতা হলেও, তাঁকে একেবারেই নতুন মুখ বলা চলে না। তিনি দীর্ঘ পাঁচ বছর ধরে কলকাতার থিয়েটার জগতের সঙ্গে যুক্ত।

পেশা ও পড়াশোনা: শিরীন বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।

পূর্ব অভিজ্ঞতা: জি ফাইভে ‘বুলেটের ফাঁদ’ নামের একটি মাইক্রো-ড্রামায় তিনি অভিনয় করেছিলেন।

ঠিকানা: অভিনেত্রীর বাড়ি ঝাড়গ্রামে। সেখানে ‘ঝাড়গ্রাম কথাকৃতি’ নামে একটি দলের সঙ্গেও তিনি যুক্ত। তবে কাজ ও পড়াশোনার কারণে এখন তিনি কলকাতাতেই থাকেন।

ছোটপর্দায় প্রথম কাজ, তাও আবার নায়িকার গুরুত্বপূর্ণ ভূমিকায়—এই গুরুদায়িত্ব পাওয়ায় শিরীন অত্যন্ত উত্তেজিত।

জিতু-শিরীনের রসায়নে নজর:

ইতিমধ্যে ধারাবাহিকের নায়ক জিতু কমলের সঙ্গে নতুন অপর্ণা শিরীন পালের লুক সেট হয়ে গিয়েছে। প্রযোজনা সংস্থা ও চ্যানেলের পক্ষ থেকে শিরীনের ছবিও প্রকাশ করা হয়েছে। অপর্ণার চরিত্রের সঙ্গে মানানসইভাবে তাঁকে হালকা সাজে, লম্বা খোলা চুলে জিতু কমলের পাশে দেখানো হয়েছে।

এই ধারাবাহিককে এগিয়ে নিয়ে যাওয়ার গুরুদায়িত্ব এখন শিরীনের কাঁধে। জিতু কমল ইতিমধ্যেই এই ধারাবাহিকে জনপ্রিয়তা পেয়েছেন। তবে পর্দায় শিরীনের সঙ্গে তাঁর রসায়ন কেমন জমে এবং তা কতটা দর্শক টানতে পারে, সেই দিকেই এখন সবার নজর থাকবে।

ধারাবাহিকে বর্তমানে দেখানো হচ্ছে যে অপর্ণা হারিয়ে গিয়েছেন। দিতিপ্রিয়ার প্রস্থানের পর আর্টিস্ট ফোরামের অনুরোধে ধারাবাহিকটি বন্ধ না করে অপর্ণাকে বাদ রেখেই গল্প এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। এখন নতুন অপর্ণার আগমনের পর ধারাবাহিকের গল্প কোন নতুন মোড় নেয়, সেটাই দেখার বিষয়।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy