সম্পত্তির লোনের টাকা চাওয়া নিয়ে অশান্তি, প্রাক্তন স্ত্রীর বাড়ির বাঁশ বাগান থেকে যুবকের মৃতদেহ উদ্ধার, গ্রেপ্তার স্ত্রী ও সৎ মেয়ে

তারকেশ্বরের কাঁরারিয়া এলাকায় প্রাক্তন স্ত্রীর বাড়ির পিছনের বাঁশ বাগান থেকে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম সুমন্ত শিট (৩৫), তাঁর বাড়ি তারকেশ্বরের কেশবচক এলাকায়। এই মর্মান্তিক ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে সুমন্তর প্রাক্তন স্ত্রী কদম মণ্ডল এবং তাঁর সৎ মেয়ে অঙ্কিতা মণ্ডলকে।

সম্পত্তি ও ঋণের বিবাদ:

জানা গিয়েছে, প্রথম স্বামী নেপু মণ্ডলের মৃত্যুর পর প্রায় দশ বছর আগে কদম মণ্ডলকে বিয়ে করেন সুমন্ত। তবে বছর তিনেক আগেই তাঁদের বিচ্ছেদ হয়ে যায়।

মৃত সুমন্তের বোন অঞ্জলি মিদ্দ্যা দাবি করেছেন, সুমন্তর জমি-ভিটে বন্ধক রেখে ব্যাঙ্ক থেকে পাঁচ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন প্রাক্তন স্ত্রী কদম ব্যবসা করার জন্য। বারবার সুমন্ত সেই ঋণের টাকা ফেরত চাইতে যেতেন, যা নিয়ে দুজনের মধ্যে অশান্তি চলছিল।

  • হত্যার দিন: সুমন্তর বোন জানান, গতকালও (মঙ্গলবার) রাতে টাকা চাইতে সুমন্ত কদমের বাড়ি গিয়েছিলেন।

পুলিশি জেরায় স্বীকারোক্তি:

রাত দুটো নাগাদ পুলিশ খবর পায় যে কাঁরারিয়া এলাকার একটি বাঁশ বাগানে সুমন্তর রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে এবং খুনে যুক্ত থাকার সন্দেহে প্রাক্তন স্ত্রী কদম মণ্ডল ও তাঁর মেয়ে অঙ্কিতা মণ্ডলকে আটক করে।

পুলিশি জেরার মুখে কদম ও অঙ্কিতা দু’জনেই সুমন্তকে খুনের কথা স্বীকার করেছেন।

খুনের কারণ ও পদ্ধতি:

পুলিশকে প্রাক্তন স্ত্রী ও সৎ মেয়ে জানিয়েছে, বিচ্ছেদের পরও সুমন্ত তাঁদের ওপর অত্যাচার করত। গতকাল রাতে টাকা চাওয়া নিয়ে চরম অশান্তি শুরু হলে সুমন্তর মাথায় বাঁশ দিয়ে আঘাত করা হয়, তাতেই তাঁর মৃত্যু হয়। এরপর মা ও মেয়ে মিলেই দেহটি পিছনের বাঁশ বাগানে ফেলে দিয়ে আসেন।

  • মৃতের বিরুদ্ধে অভিযোগ: পুলিশ জানিয়েছে, মৃত সুমন্ত শিটের বিরুদ্ধেও চুরি, ডাকাতি-সহ অপরাধমূলক কাজে যুক্ত থাকার অভিযোগ ছিল।

পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠিয়েছে এবং প্রাক্তন স্ত্রী ও সৎ মেয়েকে পুলিশি হেফাজতে চেয়ে বুধবার আদালতে পাঠিয়েছে।

মৃতের বোন অঞ্জলি মিদ্দ্যা প্রাক্তন স্ত্রী কদম মণ্ডলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন:

“ওর আগের স্বামী নেপু মন্ডলকেও মেরে দিয়েছিল কদম। আমার দাদাকে বশ করে জমি ভিটে বন্ধক দিয়ে পাঁচ লাখ টাকা লোন নিয়েছিল। ওর জন্য কত ছেলের জীবন নষ্ট হয়েছে। আমি কঠিন শাস্তি চাই।”

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy