বাল্যবিবাহ বন্ধ করতে মুর্শিদাবাদ জেলা প্রশাসন ইতিমধ্যেই কঠোর পদক্ষেপ নিয়েছে এবং হাতেনাতে তার ফলও পাচ্ছে। বিগত ৫ মাসে প্রায় এক হাজারেরও বেশি বাল্যবিবাহ রোধ করেছে জেলা প্রশাসন। এই সাফল্যের পর জেলার একাধিক গ্রাম পঞ্চায়েতকে একে একে বাল্যবিবাহ মুক্ত হিসেবে ঘোষণা করা হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও, সামাজিক ব্যাধিগুলি রুখতে সচেতনামূলক প্রচারের প্রয়োজন রয়েছে বলে মনে করছে প্রশাসন।
বিশেষ সচেতনতা কর্মসূচি:
এবার সেই উদ্দেশেই বুধবার বহরমপুর রবীন্দ্র সদনে জেলা প্রশাসনের পক্ষ থেকে এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে বাল্যবিবাহ, শিশুশ্রম, নারী পাচার, স্কুলছুট, মিশন নির্মল বাংলা সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতার প্রচার চালানো হয়।
এদিনের অনুষ্ঠানে হরিদাসমাটি গ্রাম পঞ্চায়েত এবং খিদিরপুর গ্রাম পঞ্চায়েতকে বাল্যবিবাহ মুক্ত গ্রাম পঞ্চায়েত হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
উপস্থিত প্রশাসনিক কর্তারা:
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান, জেলাশাসক নীতিন সিংহানিয়া, বহরমপুর জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা।
প্রশাসনের অঙ্গীকার:
অতিরিক্ত জেলাশাসক চিরন্তন প্রামাণিক জানান, মুর্শিদাবাদ জেলাকে খুব দ্রুত বাল্যবিবাহ মুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে জেলা প্রশাসন বদ্ধপরিকর। তিনি সাধারণ মানুষের প্রতি বার্তা দিয়ে বলেন, বাল্যবিবাহ, শিশুশ্রম সহ সমস্ত সামাজিক ব্যাধি নির্মূল করতে শুধু প্রশাসন নয়, সাধারণ মানুষকেও সমানভাবে সচেতন হতে হবে। এই উদ্যোগের মাধ্যমে সমাজ থেকে কুপ্রথাগুলি নির্মূল করাই জেলার মূল লক্ষ্য।