ভারতের লজ্জাজনক হারে আর চুপ থাকলেন না বিরাট কোহলির দাদা! কোচ গৌতম গম্ভীরকে নিয়ে বিতর্কিত পোস্ট ভাইরাল

যে ব্যক্তিকে প্রকাশ্যে খুব বেশি কথা বলতে বা ক্রিকেট নিয়ে মন্তব্য করতে শোনা যায় না, সেই বিরাট কোহলির দাদা বিকাশ কোহলি এবার ভারতের লজ্জাজনক হারে ধৈর্যের বাঁধ ধরে রাখতে পারলেন না! তিনি সরাসরি আসরে নামলেন এবং ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরকে নিয়ে তীব্র সমালোচনা করলেন।

বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর সাধারণত তাঁর পরিবারের কেউ ভারতীয় দল বা ক্রিকেট নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেন না। তবে গুয়াহাটিতে ভারতের হারের পর আর চুপ করে থাকতে পারলেন না বিকাশ। তাঁর পোস্টে সরাসরি ইঙ্গিত দেওয়া হয়েছে, কোচের ‘কর্তৃত্ব’ ফলাতে গিয়ে ভারতীয় ক্রিকেটের ভালো জিনিস ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে!

‘কর্তৃত্ব’ ফলাতে গিয়ে ভালো জিনিসও বদলে ফেলা হচ্ছে!

ভারতের কোচ গম্ভীরকে বরখাস্ত করার দাবি ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশের মধ্যে উঠেছে। এরই মধ্যে বিকাশ কোহলির থ্রেড পোস্টটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। যদিও পরে তিনি সেই পোস্টটি ডিলিট করে দেন, তবে ততক্ষণে যা বিতর্ক হওয়ার তা হয়ে গিয়েছিল।

বিকাশ কোহলি তাঁর পোস্টে লেখেন, “এমন একটা সময় ছিল, যখন আমরা জেতার জন্য খেলতে নামতাম। বিদেশের মাটিতেও আমরা ম্যাচ জিততাম। এখন দেশের মাটিতে ম্যাচ বাঁচানোর জন্য খেলি। অযথা, অকারণ কর্তৃত্ব ফলাতে গিয়ে ভাল জিনিসও বদলে ফেলা হচ্ছে। তাই এমন অবস্থা হওয়ারই ছিল।”

ইডেনের পিচ নিয়ে গম্ভীর অজুহাত দিয়েছিলেন, কিন্তু গুয়াহাটির হারের পর তাঁর হয়তো আর কোনো অজুহাত নেই। অনেকে মনে করছেন, বিরাট কোহলি দলে থাকলে পরিস্থিতি আলাদা হতে পারত, তবে বিকাশ সরাসরি বিরাটের নাম নেননি।

সিনিয়র প্লেয়ার বাদ দেওয়ায় প্রশ্ন

বিকাশ কোহলি দক্ষিণ আফ্রিকার স্ট্র্যাটেজির প্রশংসা করেন এবং ভারতীয় দলের পরিকল্পনা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি লেখেন, “ভারতের পরিকল্পনা কী ছিল? সিনিয়র ও অভিজ্ঞ প্লেয়ারদের সরিয়ে দিতে হবে। দলে ৩, ৪ বা ৫ নম্বরের ব্যাটার না রাখা, শুধু অলরাউন্ডার ব্যবহার করার স্ট্র্যাটেজি।”

তিনি দক্ষিণ আফ্রিকার সম্পূর্ণ টেস্ট দল খেলার স্ট্র্যাটেজি তুলে ধরে লেখেন, “স্পেশালিস্ট ওপেনার, স্পেশালিস্ট ৩, ৪, ৫ ও ৬ নম্বর ব্যাটার…। আমি চাই ভারত জিতুক, তবে এমন হারলে প্রশ্ন তো উঠবেই। এর জন্য দায়ী কে?” উল্লেখ্য, এই পোস্ট ডিলিট করা হলেও, তা ভারতীয় ক্রিকেটে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy