ঘরের মাঠে লজ্জার রেকর্ড! প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও জয় দক্ষিণ আফ্রিকার, গুয়াহাটিতে সিরিজ হার ভারতের

দেওয়াল লিখনটা স্পষ্ট ছিল চতুর্থ দিনেই। পঞ্চম দিন সকালে মাত্র দেড় সেশন খরচ করে দক্ষিণ আফ্রিকা সেই দেওয়াল লিখনে সিলমোহর দিল। গুয়াহাটিতে দ্বিতীয় টেস্ট জিতে ভারতকে তাদের ঘরের মাঠে ‘চুনকাম’ করল দক্ষিণ আফ্রিকা।

প্রথম টেস্ট জয়ের পর দ্বিতীয় টেস্টে ৫৪৯ রানের পাহাড় প্রমাণ লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ভারতের দ্বিতীয় ইনিংস গুটিয়ে গেল মাত্র ১৪০ রানে। এর ফলে দ্বিতীয় টেস্টে টিম ইন্ডিয়া হারল ৪০৮ রানের বিশাল ব্যবধানে। এটি টেস্ট ক্রিকেটে ভারতের সর্বাধিক ব্যবধানে হার—যা এক লজ্জার রেকর্ড।

দক্ষিণ আফ্রিকা দল প্রথম টেস্ট জয়ের পর দ্বিতীয় টেস্টেও আধিপত্য বজায় রেখে ভারতকে তাদের নিজেদের মাটিতে সিরিজ হারাল।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy