নবম-দশম শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, SSC-এর ওয়েবসাইটে রেজাল্ট দেখার হিড়িক, সার্ভার জ্যামের অভিযোগ!

একাদশ ও দ্বাদশের পরে এবার প্রকাশিত হলো স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার পর কমিশনের তরফে ফলাফল ঘোষণা করা হয়। এই ফলপ্রকাশ চাকরিহারা যোগ্য শিক্ষকদের একটি বড় অংশের জন্য আশার আলো দেখাল।

ফলপ্রকাশ ও দেখার পদ্ধতি

 

  • ওয়েবসাইট: পরীক্ষার্থীরা কমিশনের দুটি নির্দিষ্ট ওয়েবসাইট— https://westbengalssc.com এবং www.wbsschelpdesk.com-এ গিয়ে নিজেদের ফল দেখতে পাচ্ছেন।

  • প্রয়োজনীয় তথ্য: রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে পরীক্ষার্থীরা শুধুমাত্র লিখিত পরীক্ষায় কত নম্বর পেয়েছেন, সেটাই দেখতে পাবেন।

  • অন্যান্য প্রকাশ: ফল প্রকাশের পাশাপাশি এদিন পরীক্ষার ফাইনাল আনসার কি-ও প্রকাশ করা হয়েছে।

কমিশন সূত্রে খবর, কয়েকদিনের মধ্যেই নথি যাচাই (ভেরিফিকেশন) এবং ইন্টারভিউ তালিকা প্রকাশ করা হবে।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বার্তা

 

রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ফল প্রকাশের পরেই নিজের এক্স হ্যান্ডেল (পূর্বে টুইটার)-এ একটি পোস্ট করেন। তিনি লেখেন, “নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করায় কমিশনকে সাধুবাদ জানাই। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকনির্দেশনায় এবং রাজ্য ও জেলা প্রশাসনের সহযোগিতায় সময়মতো ফলপ্রকাশ করা হয়েছে।”

শিক্ষামন্ত্রী একইসঙ্গে চাকরিহারা প্রার্থীদের কাছে ভরসা রাখার বিশেষ আবেদন জানান। তিনি বলেন, সবকিছুই স্বচ্ছতা ও নিয়ম মেনে হবে।

সার্ভার জটিলতা ও পরিসংখ্যান

 

  • অসুবিধা: ফল প্রকাশের পরপরই একসঙ্গে বহু পরীক্ষার্থী ওয়েবসাইট খোলার চেষ্টা করায় সার্ভারে সমস্যা দেখা দেয়। বহু পরীক্ষার্থী নিজেদের ফল দেখতে না পাওয়ায় অভিযোগ জানান।

  • কমিশনের আশ্বাস: কমিশন সূত্রে জানানো হয়েছে, সার্ভার জটিলতা অল্প সময়ের মধ্যেই নিয়ন্ত্রণে আসবে এবং পরীক্ষার্থীরা দ্রুত নিজেদের ফলাফল জেনে নিতে পারবেন।

পরীক্ষার পরিসংখ্যান:

  • মোট আবেদনকারী: ৩,১৯,৯৬১ জন

  • পরীক্ষায় উপস্থিত: ২,৯৩,১৯২ জন

  • উপস্থিতির হার: ৯১.৬২ শতাংশ

  • মোট শূন্যপদ: ২৩,২১২টি (এর মধ্যে ৩,৬৫৪ জন বিশেষভাবে সক্ষম প্রার্থী ছিলেন)।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy