ধর্ম বদলেছিলেন? হেমা মালিনীকে কেন বিয়ে করেও প্রথম স্ত্রীকে ডিভোর্স দেননি ‘হি-ম্যান’?

বলিউড ‘হি-ম্যান’ ধর্মেন্দ্রর জীবন ঠিক যেন পর্দার মতোই রোমাঞ্চকর। তাঁর রোমান্টিক এবং অ্যাকশন হিরো ইমেজ ছাপিয়ে ব্যক্তিগত জীবনও বারবার শিরোনামে এসেছে। বিশেষত, দুই বিবাহ এবং ধর্ম পরিবর্তনের গুজব তাঁকে দীর্ঘকাল লাইমলাইটে রেখেছে। সম্প্রতি, ধর্মেন্দ্রর ছোট ছেলে ববি দেওলের একটি মন্তব্য সেই পুরনো বিতর্ককে ফের উস্কে দিয়েছে।

ধর্মেন্দ্র ১৯৫৪ সালে মাত্র ১৯ বছর বয়সে প্রথম বিয়ে করেন প্রকাশ কৌর-কে। এই সম্পর্কে তাঁদের চার সন্তান – সানি, ববি, অজিতা এবং বিজেতা দেওল। প্রথম দাম্পত্য চলাকালীনই ধর্মেন্দ্র বলিউডের ‘ড্রিম গার্ল’ হেমা মালিনীর প্রেমে পড়েন।

১৯৮০ সালে তিনি হেমাকে দ্বিতীয়বার বিয়ে করেন, যা সেই সময়ে বলিউডে এক বিশাল আলোড়ন সৃষ্টি করেছিল। কারণ, সেই সময়ে তিনি তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কৌরকে ডিভোর্স দেননি। এই যুগলের দুই কন্যা হলেন এষা দেওল এবং অহনা দেওল।

ইসলাম ধর্ম গ্রহণের গুজব, মুখ খুললেন ধর্মেন্দ্র

প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়ে দ্বিতীয় বিয়ের করার পরই ধর্মেন্দ্রকে নিয়ে একাধিক গুজব ছড়ায়। জল্পনা রটেছিল, হেমা মালিনীকে বিয়ে করার জন্য ধর্মেন্দ্র এবং হেমা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

এই বিতর্ক নিয়ে নীরবতা ভেঙে ২০০৪ সালে ‘আউটলুক’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ধর্মেন্দ্র অকপটে জবাব দেন। তিনি সেই সাক্ষাৎকারে বলেন, “এই অভিযোগগুলি সম্পূর্ণ মিথ্যা। আমি এমন ব্যক্তি নই, নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য ধর্ম পরিবর্তন করব।”

কোথায় থাকেন ‘হি-ম্যান’? সত্য ফাঁস করলেন ববি দেওল

দু’বার বিবাহ করলেও ধর্মেন্দ্র তাঁর প্রথম স্ত্রীর সঙ্গেই থাকেন। চলতি বছরের অক্টোবর মাসে এক সাক্ষাৎকারে অভিনেতা ববি দেওল এই তথ্য ফাঁস করেন।

ববি দেওল জানান, “ধর্মেন্দ্র এবং প্রকাশ এখনও খান্ডালায় তাঁদের ফার্ম হাউসে একসঙ্গে থাকেন।” সানি ও ববি দেওলও বাবা-মায়ের সঙ্গেই একই বাড়িতে থাকেন। অন্যদিকে, হেমা মালিনী তাঁর নিজস্ব বাংলোয় থাকেন।

পর্দা থেকে বাস্তবে ‘হি-ম্যান’-এর আইকনিক যাত্রা

ধর্মেন্দ্র তাঁর পুরুষালি চেহারা, কোমল হৃদয় এবং পঞ্জাবি শিকড়ের সঙ্গে গভীর সংযোগের জন্য পরিচিত ছিলেন। তাঁর ‘চুন চুনকে মারুঙ্গা’র মতো সংলাপগুলি আজও ভারতীয় সিনেমার দর্শকদের কাছে আইকনিক। রোমান্টিক হিরো বা অ্যাকশন হিরো—যে চরিত্রেই তিনি এসেছেন, নিজের ইমেজকে ভেঙে গড়েছেন।

তবে জীবন সায়াহ্নে এসেও তাঁর রোমান্স থেমে থাকেনি। ব্লকবাস্টার ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-তে শাবানা আজমির সঙ্গে তাঁর চুম্বন দৃশ্য প্রমাণ করে দিয়েছে, প্রেমকে কীভাবে নির্মাণ করতে হয়, তা ধর্মেন্দ্রর থেকে ভালো কেউ জানেন না।

দেওল পরিবার এখনও বলিউডের অন্যতম প্রিয় পরিবার। সানি, ববি, এষা থেকে শুরু করে ভাগ্নে অভয় দেওল—সবার মধ্যেই তাঁর অভিনয়ের ধারা অব্যাহত রয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy