নজির গড়লেন নদীয়ার BLO, ১৭ দিনেই ১০০% ভোটার ফর্ম ডিজিটাইজেশন, কাজই তাঁর পরিচয়!

রাজ্যজুড়ে যখন ভোটার তালিকা সংশোধন (SIR) নিয়ে বিতর্ক, প্রতিবাদ ও অস্থিরতা চরমে, ঠিক তখনই নীরব কিন্তু অসাধারণ এক দৃষ্টান্ত স্থাপন করে নজর কাড়লেন নদিয়ার রাণাগাছ উত্তরের বুথ লেভেল অফিসার (BLO) ওয়াহিদ আক্রম মণ্ডল। তিনি প্রমাণ করে দিলেন, প্রশাসনিক দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করলে অসম্ভব বলে কিছু নেই।

১৭ দিনে ১০০ শতাংশ কাজ সম্পন্ন

 

ওয়াহিদ আক্রম মণ্ডল মাত্র ১৭ দিনের মধ্যেই তাঁর সমস্ত EF ফর্ম ডিজিটাইজেশন সম্পূর্ণ করার রেকর্ড গড়েছেন।

  • রেকর্ড: তাঁর বুথে মোট ৮০৬ জন ভোটারের সমস্ত তথ্য তিনি শতভাগ (১০০%) ডিজিটাইজেশন করেছেন।

  • কর্মক্ষমতা: মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দেওয়া তথ্য অনুযায়ী, ওয়াহিদ প্রথম দুই দিনেই প্রায় ২০০টি ফর্ম ডিজিটাইজেশন করে নজর কাড়েন। তিনি সময়, ক্লান্তি বা দিন-রাতের বাধা উপেক্ষা করে পরিবার ও ব্যক্তিগত সময়ের ঊর্ধ্বে দায়িত্বকে অগ্রাধিকার দিয়েছেন।

  • সহকর্মীদের মন্তব্য: তাঁর ঘনিষ্ঠরা জানান, “ওয়াহিদ ভাই দিনের শেষে কাজ শেষ না করলে ঘুমাতে পারেন না। এটাই তাঁর নেশা।” এক সহকর্মী বলেন, “যদি সব BLO ওর মতো নিষ্ঠা দেখাত, সিস্টেম বদলাতে সময় লাগত না।”

কমিশনের স্বীকৃতি ও গুরুত্ব

 

নির্বাচনী কর্তৃপক্ষের মতে, “এটা শুধু কাজ নয়, এটা দায়িত্বের প্রতি শ্রদ্ধা।” এই অসাধারণ সাফল্যের জন্য রাজ্যের চিফ ইলেক্টোরাল অফিস (CEO), ওয়েস্ট বেঙ্গল আনুষ্ঠানিকভাবে BLO ওয়াহিদ আকরাম মণ্ডলকে সম্মানিত করেছে। প্রশাসনিক নথি, অফিসিয়াল রিপোর্ট—সব জায়গাতেই তাঁর কাজের প্রশংসা করা হচ্ছে।

রাজনৈতিক চাপানউতোরের মাঝে ওয়াহিদের মতো কর্মীরাই গণতন্ত্রের ভিত্তি তৈরি করেন এবং সাধারণ মানুষের কাছে BLO-দের কাজের প্রতি বিশ্বাস ফেরাতে বড় ভূমিকা রাখছেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy