নির্বাচনী কাজের চাপ এবং কিছু অঞ্চলে বিএলও-দের উপর চাপ নিয়ে বিতর্কের মধ্যেই বীরভূমে নজির গড়লেন এক মহিলা বুথ লেভেল অফিসার (BLO)। তিনি মাত্র ১৭ দিনের মধ্যে তাঁর বুথের প্রায় ৯৯.৯১ শতাংশ অর্থাৎ প্রায় ১০০ শতাংশ ফর্ম অনলাইনে আপলোড করে দেখিয়ে দিলেন, সঠিক মনোসংযোগ ও পরিকল্পনা থাকলে কাজ অসম্ভব নয়।
লাভপুর বিধানসভার ১৬৬ অংশের বিএলও পূজা ঘোষ। তাঁর বুথে মোট ভোটার ১০১৭ জন। এর মধ্যে তিনি ১০১৪ জনের ফর্ম সংগ্রহ করে সেগুলি সফলভাবে আপলোড করেছেন।
‘রাত ১১টা থেকে ভোর ৪টে পর্যন্ত কাজ’
পূজাদেবী জানান, “সব কাজেই চাপ রয়েছে। তবে মনোসংযোগ দিয়ে কাজটা করলে কোনো চাপ বাধা হবে না।” এই বিশাল কাজ অল্প সময়ে শেষ করার জন্য তিনি একটি কঠোর রুটিন মেনে চলতেন। তিনি বলেন:
“আমি প্রতিদিন টার্গেট নিয়েছিলাম ১৫০ ফর্ম আপলোড করব। সেই মতো রাত ১১টা থেকে আপলোড শুরু করতাম। রাতের দিকে সার্ভার ভালো থাকত। ভোর তিনটে চারটের মধ্যে লক্ষ্যপূরণ করতে পেরেছি।”
তিনি আরও জানান, মাত্র তিনজনের ক্ষেত্রে অনলাইনে ‘নট ফাউন্ড’ দেখাচ্ছিল, তাই তাদের ফর্ম আপলোড করা সম্ভব হয়নি। এই বিষয়ে সংশ্লিষ্ট দফতরে জানানো হয়েছে।
সহকর্মীদের প্রতি বার্তা: লক্ষ্য স্থির রাখুন
সাম্প্রতিক সময়ে বিএলও-দের কাজ নিয়ে যে মানসিক চাপের কথা শোনা যাচ্ছিল, সেই প্রসঙ্গে পূজা ঘোষ তাঁর সহকর্মীদের বিশেষ বার্তা দিয়েছেন। তাঁর কথায়, “ভেঙে পড়লে চলবে না। মন থেকে পারব না, চাপ হচ্ছে, এসব মানসিকতা দূর করতে হবে। আত্মহত্যা করার মানসিকতা দূর করতে হবে। নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যেতে হবে।”