SIR-আতঙ্কে বাদুড়িয়ায় ফের আত্মহত্যার অভিযোগ, ডিটেনশন ক্যাম্পের ভয় দেখিয়েছিল দুষ্কৃতীরা

ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া (SIR)-কে কেন্দ্র করে রাজ্যে ফের আত্মহত্যার অভিযোগ উঠল। এবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার যদুরহাটিতে। মৃত ব্যক্তির নাম শফিকুল মন্ডল (৫৭)। পরিবারের দাবি, এসআইআর সংক্রান্ত দুশ্চিন্তা ও আতঙ্কের জেরেই তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন।

আতঙ্কের কারণ ও অভিযোগ: পরিবার সূত্রে জানা গিয়েছে, শফিকুল মন্ডলের পূর্বপুরুষরা শতাধিক বছর আগে থেকে বাদুড়িয়ায় বসবাস করলেও, এসআইআর প্রক্রিয়া নিয়ে তিনি মারাত্মক আতঙ্কিত ছিলেন। তাঁর এই আতঙ্কের প্রধান কারণ ছিল:

  • নথিপত্রের জটিলতা: প্রথম স্ত্রীর মৃত্যুর পর তিনি দ্বিতীয়বার বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রীর সরকারি নথিপত্রের সঙ্গে সন্তানদের বয়সের পার্থক্য নিয়ে সমস্যা তৈরি হয়।

  • ভয় দেখানো: অভিযোগ, অনেকেই শফিকুলকে ভয় দেখান যে এই সমস্যার জেরে তাঁকে ডিটেনশন ক্যাম্পে যেতে হতে পারে।

  • ফল: এই ভয়ের পর থেকেই তিনি রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন এবং সমস্যার সমাধানের জন্য বেশ কিছুদিন ধরে দৌড়াদৌড়ি করেও কোনও কুল কিনারা করে উঠতে পারেননি। শেষ পর্যন্ত দুশ্চিন্তা ও আতঙ্ক তাঁকে গ্রাস করে।

ঘটনার বিবরণ: মঙ্গলবার দুপুরে শফিকুল মণ্ডল জমিতে দেওয়া কীটনাশক খেয়ে নেন। তড়িঘড়ি পরিবারের লোকজন তাঁকে বাদুড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলেও কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

তদন্ত শুরু: পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট মর্গে পাঠিয়েছে এবং এই ঘটনার তদন্ত শুরু করেছে।

জলপাইগুড়িতে বিএলও-র রহস্যমৃত্যু

 

এদিকে, জলপাইগুড়ি জেলার মাল ব্লকের নিউগ্লাঙ্গো চা বাগানে এক মহিলা বুথ লেভেল অফিসার (BLO)-এর রহস্যমৃত্যু ঘিরে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে।

  • মৃতা BLo: মৃতা বিএলও-র নাম শান্তি মুনি এক্কা (৪৮)। তিনি পেশায় আইসিডিএস কর্মী ছিলেন এবং সম্প্রতি এসআইআর সমীক্ষার কাজে নিযুক্ত হয়েছিলেন।

  • পরিবারের দাবি: পরিবার সূত্রে জানা গিয়েছে, এসআইআর-এর কাজের চাপ ও উদ্বেগ নিয়ে তিনি বেশ কিছুদিন ধরে অবসাদগ্রস্ত ছিলেন।

  • পুলিশের অনুমান: মাল থানার পুলিশ দেহ উদ্ধার করে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠালে তাঁকে মৃত ঘোষণা করা হয়। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং অনুমান করছে যে কাজের অবসাদ ছাড়াও মৃত্যুর কারণ অন্য কিছুও হতে পারে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy