‘মোদিকে শেষ করে দিলেই তামিলনাড়ুর উন্নতি হবে’! জনসভায় প্রধানমন্ত্রীকে ‘নরকাসুর’ বলে বিতর্কে DMK নেতা, বিজেপি-র ‘মৃত্যু-হুমকি’র অভিযোগ!

তামিলনাড়ুতে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক তাপমাত্রা তুঙ্গে। বুধবার ডিএমকে (DMK)-এর তেঙ্কাসি দক্ষিণ জেলা সম্পাদক জে. জয়বলন এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লক্ষ্য করে এমন মন্তব্য করেছেন, যা কার্যত ‘মৃত্যু-হুমকি’ বলেই দাবি করছে বিজেপি।

জয়বলনের বিতর্কিত মন্তব্য: প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে জয়বলনকে শোনা যায় বলতে:

“মোদি (Narendra Modi) তোমাদের ভোট চুরি করতে চাইছে। সে আর এক নরকাসুর (Narakasura)। তামিলনাড়ুর উন্নতি তখনই হবে, যখন ওকে শেষ করা হবে।”

হিন্দু পুরাণের অন্যতম অসুর ‘নরকাসুর’-এর সঙ্গে প্রধানমন্ত্রীকে তুলনা করে তাঁকে ‘শেষ করে দেওয়া’—এই বক্তব্য ঘিরেই ক্ষোভে ফেটে পড়েছে বিজেপি। বিজেপির অভিযোগ, ডিএমকে শাসনে ঘৃণার ভাষা স্বাভাবিক হয়ে গিয়েছে, আর তার জেরেই নেতারা প্রধানমন্ত্রীকেও খোলাখুলি হুমকি দিচ্ছেন। ঘটনার সময়ে তেঙ্কাসি সাংসদ রানী শ্রীকুমার এবং শঙ্করনকোভিলের বিধায়ক ই. রাজাও উপস্থিত ছিলেন।

বিজেপি-র তীব্র প্রতিক্রিয়া ও গ্রেফতারের দাবি: ডিএমকে নেতার মন্তব্যে ক্ষুব্ধ বিজেপি রাজ্য সভাপতি নেইনার নাগেন্দ্রন রাজ্য সরকারের কাছে তাঁর অবিলম্বে গ্রেফতারের দাবি তুলেছেন।

বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এক্স-এ (X) লিখেছেন:

“ডিএমকে আমলে নৈরাজ্য মাথাচাড়া দিয়েছে। প্রধানমন্ত্রীকে খোলাখুলি মৃত্যু-হুমকি দেওয়ার সাহস পাচ্ছেন নেতারা। জয়বলনকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।”

এদিকে, মন্তব্যের দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার কোয়েম্বাত্তুরে দক্ষিণ ভারত প্রাকৃতিক কৃষি সম্মেলনের উদ্বোধন করতে গিয়েছেন। জয়বলন এই বিতর্ক নিয়ে কোনও মন্তব্য করতে চাননি, এবং ডিএমকে-ও এখনও কোনও সরকারি প্রতিক্রিয়া দেয়নি। রাজনৈতিক মহলের মতে, ডিএমকে নেতার এই মন্তব্যে তামিল রাজনীতিতে যে ঝড় উঠেছে, তা সহজে থামার নয়।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy