ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA) বুধবার বড় সাফল্য পেল। আমেরিকা থেকে প্রত্যর্পণের পর কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই অনমোল বিষ্ণোইকে গ্রেফতার করল তারা। অনমোল-সহ আরও তিনজনকে প্রত্যর্পণ করেছে আমেরিকার ট্রাম্প প্রশাসন।
বুধবার নয়াদিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরপরই অনমোলকে গ্রেফতার করে এনআইএ। এরপর তাকে পাতিয়ালা হাউজ কোর্টে পেশ করে তদন্তকারী সংস্থা ১৫ দিনের হেফাজতে রাখার আবেদন জানিয়েছে।
গুরুত্বপূর্ণ অভিযোগসমূহ: অনমোল বিষ্ণোইয়ের বিরুদ্ধে মহারাষ্ট্রের মন্ত্রী এবং এনসিপি নেতা বাবা সিদ্দিকীর হত্যার ঘটনায় অভিযুক্ত হওয়ার পাশাপাশি আরও একাধিক গুরুতর অভিযোগ রয়েছে।
-
সিধু মুসেওয়ালা হত্যা: ২০২২ সালের মে মাসে পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা হত্যার ঘটনায় অনমোলের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছিল এনআইএ। চার্জশিটে বলা হয়েছিল, মুসেওয়ালাকে খুনে সে আরেক গ্যাংস্টার গোল্ডি ব্রারকে সক্রিয়ভাবে সাহায্য করেছিল।
-
সন্ত্রাসবাদী সিন্ডিকেট: লরেন্স বিষ্ণোইয়ের নেতৃত্বে জঙ্গি-সিন্ডিকেটে জড়িত থাকার অভিযোগে তার ভাই অনমোলকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারী সংস্থা জানিয়েছে, ২০২২ থেকে ২০২৩ সালের মধ্যে লরেন্স দেশজুড়ে একাধিক সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত ছিল এবং অনমোল আমেরিকায় বসে গ্যাংয়ের সদস্যদের সঙ্গে একযোগে এই সিন্ডিকেট চালাত।
-
সলমন খানের বাড়িতে গুলি: ২০২৪ সালের এপ্রিলে সলমন খানের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনার দায় সে আগেই স্বীকার করেছিল।
প্রশাসন অনমোলের মাথার দাম ১০ লক্ষ টাকা ঘোষণা করেছিল এবং তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১৮টি মামলা নথিভুক্ত রয়েছে। ২০২২ সালের মে মাসে মুসেওয়ালার হত্যার পরই ভুয়ো পাসপোর্ট ব্যবহার করে সে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল। এবার প্রত্যর্পণের পর দেশে ফিরতেই তাকে গ্রেফতার করা হল।