বিহারে এনডিএ সরকার, নীতীশকেই নেতা নির্বাচিত করলেন বিধায়করা! কারা হচ্ছেন উপ-মুখ্যমন্ত্রী?

বিহারের রাজনীতিতে ফের পালাবদল। রাষ্ট্রীয় গণতান্ত্রিক জোট (NDA)-এর বিধায়করা সর্বসম্মতিক্রমে নীতীশ কুমারকে তাঁদের নেতা নির্বাচিত করেছেন। এর ফলে, জনতা দল ইউনাইটেড (JDU)-এর প্রধান নীতীশ কুমার দশমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন। বৃহস্পতিবার পটনার গান্ধি ময়দানে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হবে।

নতুন সরকারে উপ-মুখ্যমন্ত্রী পদে কারা আসছেন, সেই জল্পনার অবসান হয়েছে। ভারতীয় জনতা পার্টির (BJP) বিধায়করা ইতিমধ্যেই সম্রাট চৌধুরিকে তাঁদের পরিষদীয় দলের নেতা নির্বাচিত করেছেন। সূত্রের খবর অনুযায়ী, গতবারের মতো এবারও সম্রাট চৌধুরি এবং বিজয় কুমার সিনহা—এই দুই বিজেপি নেতাই উপ-মুখ্যমন্ত্রীর দায়িত্ব পেতে চলেছেন।

এই শপথ গ্রহণের মধ্য দিয়ে বিহারে এনডিএ-র শাসন আরও একবার প্রতিষ্ঠিত হতে চলেছে। নীতীশ কুমারের এই রেকর্ড দশমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ ভারতীয় রাজনীতিতে এক বিরল ঘটনা।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy