রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C. V. Ananda Bose) এবং তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সংঘাত এবার এক নজিরবিহীন রাজনৈতিক মোড় নিল। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবার রাজ্যপালের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করলেন। গতকালই হেয়ার স্ট্রিট থানায় চার বারের তৃণমূল সাংসদের বিরুদ্ধে রাজ্যপাল অভিযোগ দায়ের করেছিলেন।
আইনজীবী মারফত পাল্টা অভিযোগ:
জানা গিয়েছে, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন আইনজীবী মারফত পুলিশকে এই অভিযোগপত্র জমা দিয়েছেন। পাঁচ পাতার অভিযোগপত্রে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সরাসরি ‘রাজ্যপাল’ শব্দটি ব্যবহার না করে, সাংবিধানিক পদে থাকা সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে তদন্ত করে অভিযোগ খতিয়ে দেখার আর্জি জানিয়েছেন।
তিনি পুলিশকে লেখা চিঠিতে স্পষ্ট আবেদন করেছেন, ‘তদন্ত করে অভিযোগ খতিয়ে দেখা হোক।’
কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাঁর অভিযোগে একাধিক বিষয় তুলে ধরেছেন এবং সেই সংক্রান্ত বিভিন্ন ক্লিপিংস দিয়ে চিহ্নিত করে দাবি করেছেন যে, সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি তদন্ত করে দেখা হোক।
বঙ্গ রাজনীতিতে নজিরবিহীন ঘটনা:
রাজ্যের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে শাসকদলের একজন সাংসদের সরাসরি পুলিশকে অভিযোগ দায়ের করা বঙ্গ রাজনীতিতে কার্যত নজিরবিহীন ঘটনা। এই সংঘাত একদিকে যেমন রাজ্যের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়েরের মাধ্যমে চরম আকার ধারণ করেছে, তেমনই অন্য দিকে সাংবিধানিক পদে থাকা একজন ব্যক্তির বিরুদ্ধে শাসকদলের সাংসদের অভিযোগ দায়ের করার ঘটনাও এই প্রথম। এই ঘটনা রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র আলোচনার জন্ম দিয়েছে।