হরিয়ানা থেকে তীর্থ সেরে ফেরা হল না, নৈনিতালে বাঁক পেরোতে গিয়ে নিয়ন্ত্রণ হারাল টেম্পো, রাতভর চলল SDRF-এর উদ্ধারকাজ

নৈনিতালের কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল দুইজনের, আহত হয়েছেন আরও ১৬ জন যাত্রী। শনিবার গভীর রাতে একটি যাত্রীবোঝাই টেম্পো নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ১৫ মিটার গভীর খাদে গড়িয়ে পড়ে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

⏰ কৈঞ্চি ধাম থেকে ফেরার পথেই বিপদ
পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে শনিবার রাত প্রায় ১১টা নাগাদ। একটি টেম্পো (যাত্রীবাহী গাড়ি) হরিয়ানা থেকে যাত্রীদের নিয়ে কৈঞ্চি ধাম থেকে ফিরছিল। নৈনিতালের কাছে একটি বিপজ্জনক বাঁকে এসে গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং খাদে গড়িয়ে পড়ে।

🚑 রাতভর চলল SDRF-এর উদ্ধারকাজ
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF)-এর একটি উদ্ধারকারী দল। গভীর রাতভর চলে উদ্ধারকাজ, যা শেষ হয় রবিবার ভোর ৪টা ৩০ মিনিট নাগাদ।

মৃতদের পরিচয়: নিহতদের মধ্যে রয়েছেন গাড়ির চালক সোনু (হরিয়ানার বাসিন্দা) এবং গৌরব বন্সল (দিল্লির বাদরপুরের বাসিন্দা)।

আহতদের অবস্থা: খাদ থেকে আহত ১৬ জন যাত্রীকে উদ্ধার করে হালদওয়ানির সুশীলা তিওয়ারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সকলেই সেখানেই চিকিৎসাধীন।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রধান কারণ চালকের নিয়ন্ত্রণ হারানো। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে মৃতদের পরিবারকে এই দুর্ঘটনার খবর জানানো হয়েছে। দুর্ঘটনাস্থলে স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল পরিস্থিতি সামলাচ্ছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy