গতকাল রাতে বাঁকুড়া শহরে টিউশন সেরে সাইকেল করে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান একাদশ শ্রেণীর ছাত্র অর্ণব শীট।
স্থান ও কারণ: দক্ষিণ পূর্ব রেলের বাঁকুড়া-আদ্রা রেললাইনে পাঁচবাগা ফ্লাইওভার ব্যবহার না করে নিচে দিয়ে রেল লাইন পারাপার করতে গিয়ে দ্রুতগামী ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় তাঁর।
পরিচয়: মৃত স্কুল পড়ুয়াটি বাঁকুড়া মিশন স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র। তাঁর বাড়ি বাঁকুড়া সদর থানার খাঁটা গ্রামে হলেও পড়াশোনার জন্য জুনবেদিয়ায় একটি মেসে থাকতেন। তিনি টিউশন থেকে মেসে ফিরছিলেন।
ঘটনা ২: আইটিআই পড়ুয়ার মৃতদেহ উদ্ধার (বাঁকুড়া-সোনামুখী লাইন)
অন্য ঘটনাটি ঘটেছে বাঁকুড়া-সোনামুখী লাইনের বেলিয়াতোড়ে।
পরিচয়: বেলিয়াতোড় রেলস্টেশন থেকে সামান্য দূরে রামচন্দ্রপুর এলাকার রেললাইনে সুজয় ঘোষ নামে এক সোনামুখী আইটিআই কলেজ পড়ুয়ার মৃতদেহ উদ্ধার হয়।
পরিবারের বক্তব্য: জানা গিয়েছে, তাঁর বাড়ি বেলিয়াতোড়ে এবং তিনি বাজার করার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন। পরিবারে কোনো ধরনের অশান্তি ছিল না। কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে পরিবার এখনও নিশ্চিত নয়।
দু’টি মৃতদেহকেই রেল পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে। রেললাইন পারাপারে অসতর্কতা এবং রেললাইনে হঠাৎ মৃতদেহ উদ্ধারের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।